এক্সপ্লোর
Suhana khan: কার সঙ্গে জন্মদিন কাটালেন সুহানা? শাহরুখ কন্যার ছবি দেখে অবাক নেটিজেনরা
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/24/60645f987ab4aa57b92704821401bec8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সুহানা খান
1/10
![সদ্যই জন্মদিন গিয়েছে শাহরুখ খান কন্যা সুহানার। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে জন্মদিনের ছবি পোস্ট করেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/24/b5cf5e20eda87a3ff77e4a2d3382894736867.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সদ্যই জন্মদিন গিয়েছে শাহরুখ খান কন্যা সুহানার। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে জন্মদিনের ছবি পোস্ট করেছেন।
2/10
![বলিউডে পা রাখতে চলেছেন সুহানা খান। ইতিমধ্যেই তাঁর প্রথম ছবির টিজার ও পোস্টার মুক্তি পেয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/24/9abb957a84dfbde7c94da3a37bd2b037f5c5b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বলিউডে পা রাখতে চলেছেন সুহানা খান। ইতিমধ্যেই তাঁর প্রথম ছবির টিজার ও পোস্টার মুক্তি পেয়েছে।
3/10
![পরিচালক জোয়া আখতারের বহু প্রতীক্ষিত ছবি 'দ্য আর্চিস' (The Archies) দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হবে শাহরুখ কন্যার। এই চবিতে সুহানা ছাড়াও দেখা যাবে আরও দুই স্টার কিডকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/24/c250d9415bd0049dc72c0561dda1b86b8f5e3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পরিচালক জোয়া আখতারের বহু প্রতীক্ষিত ছবি 'দ্য আর্চিস' (The Archies) দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হবে শাহরুখ কন্যার। এই চবিতে সুহানা ছাড়াও দেখা যাবে আরও দুই স্টার কিডকে।
4/10
![২২ বছরে পা দিল সুহানা খান। বিদেশে পড়াশোনা করছেন তিনি। সেখানে একাধিক নাটকেও অংশগ্রহণ করেছেন তিনি। তবে পর্দায় এই প্রথম পা রাখছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/24/a771aae65dd54bbc819d747a3c4e181fa24d5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২২ বছরে পা দিল সুহানা খান। বিদেশে পড়াশোনা করছেন তিনি। সেখানে একাধিক নাটকেও অংশগ্রহণ করেছেন তিনি। তবে পর্দায় এই প্রথম পা রাখছেন তিনি।
5/10
![নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে জন্মদিন উপযাপনের ছবি পোস্ট করেছেন সুহানা খান। কোথাও ডিজাইনার পোশাকে তাঁকে দেখা যাচ্ছে। কোথাও আবার তাঁর ক্যামেরায় বন্দি হয়েছে ফুলের তোড়া থেকে ঘরের সাজ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/24/10c4a583ccb72d42c58230673f592357045b4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে জন্মদিন উপযাপনের ছবি পোস্ট করেছেন সুহানা খান। কোথাও ডিজাইনার পোশাকে তাঁকে দেখা যাচ্ছে। কোথাও আবার তাঁর ক্যামেরায় বন্দি হয়েছে ফুলের তোড়া থেকে ঘরের সাজ।
6/10
![সম্প্রতি মুক্তি পেয়েছে 'দ্য আর্চিস' ছবির টিজার। বেশ প্রশংসিতও হয়েছে। বিশেষত সিনেমার কাস্টিং নজর কেড়েছে। তবে নেপোটিজমের বিতর্কও ফের উস্কে দিয়েছে এই ছবি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/24/b3f041d7be54ffa5d1c806011a4fbab235af5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সম্প্রতি মুক্তি পেয়েছে 'দ্য আর্চিস' ছবির টিজার। বেশ প্রশংসিতও হয়েছে। বিশেষত সিনেমার কাস্টিং নজর কেড়েছে। তবে নেপোটিজমের বিতর্কও ফের উস্কে দিয়েছে এই ছবি।
7/10
![দ্য আর্চিস ছবিতে সুহানা খান ছাড়াও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা ও শ্রীদেবী কন্যা খুশি কপূরও রয়েছেন। এছাড়া মিহির আহুজা, ডট, বেদাঙ্গ রায়না ও যুবরাজ মেন্ডা রয়েছেন ছবিতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/24/4380991e132c874ff291865d9890126a96239.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দ্য আর্চিস ছবিতে সুহানা খান ছাড়াও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা ও শ্রীদেবী কন্যা খুশি কপূরও রয়েছেন। এছাড়া মিহির আহুজা, ডট, বেদাঙ্গ রায়না ও যুবরাজ মেন্ডা রয়েছেন ছবিতে।
8/10
!['আর্চি কমিক্স'-এর ভারতীয় সংস্করণ হিসেবে তৈরি হবে এই ছবি। ভেরোনিকার চরিত্রে দেখা যাবে সুহানাকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/24/fa8f7cc87d3abf2978fc7c2805a035a6a7840.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'আর্চি কমিক্স'-এর ভারতীয় সংস্করণ হিসেবে তৈরি হবে এই ছবি। ভেরোনিকার চরিত্রে দেখা যাবে সুহানাকে।
9/10
![এর আগে সোশ্যাল মিডিয়ায় 'দ্য আর্চিস' ছবির টিজার শেয়ার করে নিয়েছিলেন গৌরী। লিখেছিলেন, 'শুভেচ্ছা। টিম 'দ্য আর্চিস' কে অনেক অনেক শুভেচ্ছা।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/24/8bc39a5f5eaa5bc60d83fe0eabf5028a20e10.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এর আগে সোশ্যাল মিডিয়ায় 'দ্য আর্চিস' ছবির টিজার শেয়ার করে নিয়েছিলেন গৌরী। লিখেছিলেন, 'শুভেচ্ছা। টিম 'দ্য আর্চিস' কে অনেক অনেক শুভেচ্ছা।'
10/10
![বলিউড বাদশা শাহরুখ খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দ্য আর্চিস' ছবির টিজার এবং পোস্টার শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন বেশ কিছু কথা। মেয়ের প্রশংসা করার পাশাপাশি তাঁকে অভিনেতা হিসেবে অনেক বেশি দয়ালু হওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন কিং খান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/24/e2abfbb81043fe33cef26c48e14bdb5df3b02.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বলিউড বাদশা শাহরুখ খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দ্য আর্চিস' ছবির টিজার এবং পোস্টার শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন বেশ কিছু কথা। মেয়ের প্রশংসা করার পাশাপাশি তাঁকে অভিনেতা হিসেবে অনেক বেশি দয়ালু হওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন কিং খান।
Published at : 24 May 2022 10:02 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)