এক্সপ্লোর
Tollywood New Film: বলি অভিনেতা থেকে শুরু করে শাশ্বত-অপরাজিতা.. চারটি চমক আনছে টলিউড
Tollywood Announcement: হিন্দি বাংলা মিলিয়ে আসছে ৪টি নতুন ছবি। দেখে নিন কী কী?

টলিউডের তারকা খচিত সন্ধে
1/10

তারকাখচিত পার্টিতে হাজির টলিউড ও বলিউডের একাধিক তারকা। একসঙ্গে ঘোষণা করা হল চারটে ছবির। আয়োজনে ধাগা প্রযোজনা সংস্থা।
2/10

দ্বিতীয় ছবির কাজে হাত দিলেন অভিনেত্রী পরিচালক মানসী সিংহ। এখন তিনি পরিচালকও.. তাঁর প্রথম ছবি 'এটা আমাদের গল্প'-চলতি বছরে সেরা ব্যবসা করা বাংলা ছবিগুলির মধ্যে অন্যতম। সেই সাফল্যে ভর করেই দ্বিতীয় ছবির কাজ শুরু করে দিলেন মানসী। ছবির নাম, '৫ নম্বর স্বপ্নময় লেন'।
3/10

গত ছবির মতোই, এই ছবিতে মানসীর অন্যতম সৈনিক অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)।
4/10

এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), ফাল্গুনী চট্টোপাধ্যায় (Phalguni Chatterjee), অন্বেষা হাজরা (Anwesha Hazra), পায়েল মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার, তারীন জাহান, বিমল চক্রবর্তী, সোমা বন্দ্যোপাধ্যায়, রানা বসু ঠাকুর, সায়ন সূর্য ভট্টাচার্য ও অন্যান্যরা। শুভঙ্কর মিত্রের ধাগা প্রযোজনা সংস্থার থেকে তৈরি হচ্ছে এই ছবি।
5/10

এই ছবির বিষয়বস্তু সম্পর্কে মানসী বলছেন, 'আমি সম্পর্কে বিশ্বাসী। আমার মনে হয় সম্পর্কটাই শেষ কথা। যে মানুষেরা পরিস্থিতির চাপে একা থাকতে বাধ্য হয়, আমার তাদের জন্য মায়া হয়। এই গল্প সেই সমস্ত মানুষদের নিয়ে যাঁরা একা থাকতে চান না, পছন্দ করেন না। কিন্তু পরিস্থিতির চাপে তাঁদের একা একা দিন কাটাতে হয়। এই ছবির নাম থেকেই স্পষ্ট, এটা একটা বাড়ির ঠিকানা। ধরে নেওয়া যাক, এটা একটা হারিয়ে যাওয়া ঠিকানা। কিন্তু ঠিক কীভাবে এই ঠিকানাটা হারিয়ে গেল.. সেটাই বলা হবে ছবি জুড়ে। সেই সঙ্গে, এই ছবি একটি নায়ক নায়িকার গল্পও।'
6/10

image 1
7/10

পরিচালক বাপ্পা নিয়ে আসছেন হিন্দি ছবি 'গিরগিট'। আর সেই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন বলিউডের জনপ্রিয় এক বাঙালি অভিনেতা। দিব্যেন্দু ভট্টচার্য্য (Dibyendu Bhattacharya)। অন্যান্য ভূমিকায় ঈপ্সিতা চক্রবর্তী সিংহ, জয় সেনগুপ্ত, পায়েল মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও ডোনা মুন্সী।
8/10

দিব্যেন্দু বেশ কিছুটা সময় পরে ছবি করছেন বাংলার পরিচালকের সঙ্গে। তাঁর মূল বিচরণ ক্ষেত্র অবশ্য বলিউডই। কিছুদিন আগে বাংলায় মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘বনবিবি’। তবে তাঁর শ্যুটিং হয়েছিল দীর্ঘদিন আগে। মকবুল, দেব ডি, লুটেরা, পরী, মির্জা, মিশন রানীগঞ্জের মতো ছবিতে কাজ করেছেন দিব্যেন্দু।
9/10

এছাড়াও রয়েছে রাজা ঘোষের নতুন ছবি 'ছবিওয়ালা'। ধাগা প্রোডাকশনের প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি। এখনও প্রকাশ্যে আসেনি ছবির অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের নাম।
10/10

নতুন ছবির কাজে হাত দিচ্ছেন অনন্যা চট্টোপাধ্যায় (Anannya Chatterjee)। ছবির নাম 'সারহা মিটস্ সাহীর'। পরিচালনা ও চিত্রনাট্যের দায়িত্বে বাপ্পা। মানসী সিংহ ও শুভঙ্কর মিত্র নিবেদিত এই ছবি প্রযোজনা করছে ধাগা প্রযোজনা সংস্থা। অনন্যা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মানসী সিংহ (Manashi Sinha), সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় (Sujay Prashad Chatterjee), রিমি দেবও রানা বসু ঠাকুর।
Published at : 24 Jun 2024 01:58 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
