এক্সপ্লোর
Jisshu Sengupta Birthday: 'মহাপ্রভু' থেকে ক্রিমিনাল জাস্টিস, লম্বা সফরে যীশু, জন্মদিনে ফিরে দেখুন অভিনেতাকে
Jisshu Sengupta Birthday: আজ ১৫ মার্চ,বিশিষ্ট অভিনেতা যীশু সেনগুপ্তর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা এসেই চলেছে।
জন্মদিনে ফিরে দেখুন যীশু সেনগুপ্তকে, ছবি সৌজন্যে যীশু সেনগুপ্ত ফেসবুক
1/10

আজ ১৫ মার্চ,বিশিষ্ট অভিনেতা যীশু সেনগুপ্তর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা এসেই চলেছে।
2/10

'মহাপ্রভু' বাংলা সিরিয়ালে একটা সময় তিনি অভিনয় করে বাংলার সবার মন জয় করেছিলেন।
3/10

তারপর একের পর এক বাংলা হিট ছবি উপহার দিয়েছেন। কমার্শিয়াল তো বটেই অন্যধারার ছবিতেও তিনি কাজ করেছেন।
4/10

চিত্রাঙ্গদা, রাজকাহিনী, জাতিস্মর, এক যে ছিল রাজা, নৌকাডুবি, সব চরিত্র কাল্পনি-সহ আরও অনেক ভিন্ন স্বাদের চলচ্চিত্রে দেখা গেছে তাঁকে।
5/10

আবহমান-সহ ঋতুপর্ণ ঘোষের একাধিক প্রোজেক্টে তিনি কাজ করে সুনাম কুড়িয়েছেন।
6/10

তবে শুধু বাংলা ছবি করেই শুধু থেমে থাকেননি তিনি। বলিউডের ছবিতেও কাজ করেছেন যীশু।
7/10

অনুরাগ বসুর ছবি বরফিতে ইলিয়ানার স্বামীর চরিত্রে অভিনয় করে, রীতিমত দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি।
8/10

সম্প্রতি তিনি ওটিটি প্ল্যাটফর্মের হিন্দি সিরিজেও অভিনয় শুরু করেছেন যীশু সেনগুপ্ত।
9/10

ক্রিমিন্যাল জাস্টিস ২ সিরিজে তার অভিনয় নিয়ে রীতিমত চর্চা হয়েছে। দেখতে দেখতে যীশুর কাজের বহর আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে।
10/10

অভিনয়ের সঙ্গে সঙ্গে সঞ্চালনা ও সঙ্গীত চর্চাতেও সমান পারদর্শী তিনি। মাঝে মাঝেই রিয়েলিটি শোতে তাঁকে অনবদ্যভাবে ড্রাম বাজাতে দেখা যায়।
Published at : 15 Mar 2023 12:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















