এক্সপ্লোর
'Ram Krishnaa': সুখের জীবন বেশিদিন স্থায়ী হল না রাম ও কৃষ্ণার? ফের কোন নতুন বিপদের আশঙ্কা?
Daily Serial Update: কথায় আছে, সুখ ও আনন্দ আসে ক্ষণিকের অতিথি হয়ে। তাই দুঃসময়ের রূপ নিয়ে আবার ফিরে এল রোহিনী। জামিন নিয়ে সে সরাসরি ঢুকে গেল কৃষ্ণাদের বাড়িতে। তারপর?

রাম কৃষ্ণা
1/10

কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা'য় এবার কোন দিকে মোড় নেবে গল্প? রাম ও কৃষ্ণার জীবনে কি এবার নতুন কোনও ঝড় বয়ে আসতে চলেছে? কোন আশঙ্কার মেঘ দেখছে তারা?
2/10

কথায় আছে, সুখ ও আনন্দ আসে ক্ষণিকের অতিথি হয়ে। তাই দুঃসময়ের রূপ নিয়ে আবার ফিরে এল রোহিনী। জামিন নিয়ে সে সরাসরি ঢুকে গেল কৃষ্ণাদের বাড়িতে।
3/10

বহু কাগজপত্রের মধ্যে দিন কাটছে তার, এমন এক ভাব যেন বড়সড় কোনও কাণ্ড ঘটাতে চলেছে সে। ঠিক কী করতে চাইছে রোহিনী এবার?
4/10

কিছুদিন আগেই রাম আর কৃষ্ণা অনেক ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে পেরেছে নিজেদের বাড়িতে।
5/10

দু'জনেই একই অফিসে কাজ করে, 'ছায়া আর্কিটেক্টস' যা এখন বিক্রি হয়ে গেছে। সেই সঙ্গে তাদের বস, রক স্যার ঘোষণা করেছেন যে ব্যবসার নতুন মালিক শীঘ্রই তাদের সঙ্গে দেখা করবে।
6/10

দেখতে দেখতে সেই দিনও চলে আসে। অফিসে সকলে মিলে স্বাগত জানাতে তৈরি হয় তাদের নতুন মালিক, নতুন সদস্যকে।
7/10

কিন্তু সেই মুহূর্তে তাদের সামনে এসে দাঁড়ায় রোহিনী। সেই এখন সংস্থার নতুন মালিক। কী ব্যাপার?
8/10

গোটা ঘটনায় রাম আর কৃষ্ণা হতভম্ব হয়ে যায়। রোহিনী যে আর কেউ নয়, সে কৃষ্ণার জন্মদাত্রী মা এবং তার জীবনের সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী!
9/10

কৃষ্ণার পরিবারসহ সবাই এই নতুন সত্যিটা জানতে পেরে হতবাক হয়ে যায়। অন্যদিকে নারায়ণ, সে রীতিমতো শিউরে ওঠে রাম আর কৃষ্ণার জীবনে আসা নতুন আশঙ্কা নিয়ে।
10/10

রোহিনীর আগমনে, রাম এবং কৃষ্ণার জীবনে কোন নতুন সমস্যা আসবে? এরপর কী হবে তা জানতে দেখতে হবে 'রাম কৃষ্ণা', প্রতিদিন বিকেল সাড়ে ৭ টায়।
Published at : 29 May 2024 01:27 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
