এক্সপ্লোর
Bengali New Serial: অন্ধ নায়িকা, নারীর বেশে কৌশিক.. নতুন এই ধারাবাহিকে রয়েছে একগুচ্ছ চমক
New Bengali Serial Named Ashtami: এই গল্পে, এটি জায়গার নাম নবগ্রাম। সেখানকার মানুষের অটুট বিশ্বাস এক দেবীর ওপর। বৌরানি। গ্রামের মানুষদের বিশ্বাস, বিশেষ একটি দিনে দেবী ভর করেন তাঁর ভক্তের ওপর।
ঋতব্রতা-সপ্তর্ষীর নতুন ধারাবাহিকে চমক কৌশিকের চরিত্র, আসছে 'অষ্টমী'
1/10

অন্ধবিশ্বাস বনাম ভক্তি, সত্যি বনাম ভাঁওতা, ভয়.. এমনই সব দ্বৈরথের গল্প নিয়ে আসছে জি বাংলার নতুন ধারাবাহিক 'অষ্টমী'।
2/10

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নতুন এই ধারাবাহিকের প্রোমো। মুখ্যভূমিকায় দেখা যাবে ঋতব্রতা দে (Ritobrota Dey)-কে। তাঁর চরিত্রের নামই ধারাবাহিকের নামকরণ। 'অষ্টমী'।
3/10

আর তাঁর বিপরীতে দেখা যাবে সপ্তর্ষি মৌলিক (Saptarshi Maulik)-কে। একেবারে অন্য ছন্দে বাঁধা এই ধারাবাহিকের সুর।
4/10

এই ধারাবাহিকের গল্পে, এটি জায়গার নাম নবগ্রাম। সেখানকার মানুষের অটুট বিশ্বাস এক দেবীর ওপর। বৌরানি। গ্রামের মানুষদের বিশ্বাস, বিশেষ একটি দিনে দেবী ভর করেন তাঁর ভক্তের ওপর। সমস্ত বিপদ হরণ করে, সুখ-স্বাচ্ছন্দ্য রক্ষা করেন তিনি।
5/10

যে পুরোহিত বৌরানির পুজো করতেন, দুই দশক আগে রহস্যজনকভাবে গায়েব হয়ে যান তিনি। তারপর থেকে বৌরানির পুজোর দায়িত্ব বর্তায় এক জমিদার পরিবারের ওপর।
6/10

এই গ্রামে আসে অষ্টমী। ২১ বছরের এই মেয়েটি কাজ করত কলকাতার একটি হাসপাতালে। তবে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য অষ্টমী পৌঁছয় নবগ্রামে। একজন স্কুলশিক্ষিকা হয়ে। তবে এই গ্রামে পা রেখেই যেন বদলে যায় অষ্টমীর জীবন। তার সঙ্গে যা যা ঘটতে থাকে, যা যা হতে থাকে.. সবই যেন আগে ঘটে গিয়েছে তার সঙ্গে। অনেকটা 'দেজাভু'-র মতো।
7/10

খুব অল্প সময়ের মধ্যেই অষ্টমী বুঝতে পারে, বৌরানির ওপর গ্রামের মানুষের অগাধ ভক্তির সুযোগ নিয়ে সবাইকে ভুল বোঝাচ্ছে ও ক্ষমতার অপব্যবহার করছে জমিদার পুরুষোত্তম। এই চরিত্রেই দেখা যাবে কৌশিক চক্রবর্তীকে (Kaushik Chakraborty)। সে নিজেকে দেবতার জায়গায় অধিষ্ঠিত করেছে।
8/10

অষ্টমী পুরুষোত্তমের সমস্ত কীর্তি, মানুষকে ভুল বোঝানো সবার সামনে ফাঁস করে দিতে থাকে। পুরুষোত্বমের পথের কাঁটা হয়ে দাঁড়ায় অষ্টমী। তবে এই দ্বৈরথের মধ্যেই পুরুষোত্তমের পুত্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয় অষ্টমী। তবে হঠাৎ, পুরুষোত্তমের চক্রান্তেই একটি দুর্ঘটনা ঘটে অষ্টমীর।
9/10

বৌরানির মূর্তি পড়ে যায় তার ওপর। নিজের দু'চোখ হারায় অষ্টমী। তবে অন্ধকার হয়ে যাবে কি তার জগৎ নাকি তাকে সাহায্য করতে এগিয়ে আসবে খোদ বৌরানিই? সেই গল্পই দেখা যাবে নতুন ধারাবাহিকে।
10/10

এই ধারাবাহিকে থাকছেন শিঞ্জিনি। ধারাবাহিকে নেতিবাচক ভূমিকায় দেখা যাবে তাঁকে।
Published at : 05 Apr 2024 12:44 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















