তিনি বলেছেন, আমি সবচেয়ে স্মরণীয় ও সাহসী পারফরম্যান্স তুলে ধরতে চেয়েছিলাম এবং পুরোপুরি ভাবে ভানুপ্রিয়া হয়ে উঠতে চেয়েছিলাম। সেজন্য আত্মনিবেদনের প্রয়োজন ছিল। সেজন্য একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভানুপ্রিয়াকে চিত্রিত করেছি। ভানুপ্রিয়ার অভ্যন্তরীন সমস্যার প্রতি মনোনিবেশ করা এবং তাত্ক্ষণিকভাবে তা তুলে ধরা ছিল খুবই গুরুত্বপূর্ণ। (ছবি-ইনস্টাগ্রাম)
5/6
অভিনেত্রী বলেছেন, ভানুপ্রিয়া-র চরিত্রের জন্য আমি সাত কেজি ওজন বাড়িয়েছি। তিনি বলেছেন, কোনও চরিত্রের জন্য প্রস্তুতি একজন শিল্পী হিসেবে তো বটেই, পারফরম্যান্সের জন্যও। ভানুপ্রিয়ার শারীরিক চাল-চলন, কথাবার্তা বা ব্যক্তিত্ব আমার নিজের থেকে আলাদা। অভিনেতা হিসেবে আমার চ্যালেঞ্জটা শারীরিক, মানসিক, আবেগপ্রবণতারও।
6/6
ঊর্বশী বলেছেন, তিনি পর্দায় ভানুপ্রিয়ার চরিত্রের বৈশিষ্ট্য আতস্থ করতে চেয়েছিলেন।