এক্সপ্লোর
Dev on Bhagajatin: 'বাঘাযতীন' হিট ফ্লপ যাই হোক না কেন, আমরা একটা ক্লাসিক ছবি বানিয়েছি:দেব
Bengali Movie: প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেবের ছবি 'বাঘাযতীন'। দর্শকমহলে ইতিমধ্য়েই প্রশংসাও কুড়োতে শুরু করেছে ছবি।
'বাঘাযতীন' হিট ফ্লপ যাই হোক না কেন, আমরা একটা ক্লাসিক ছবি বানিয়েছি:দেব
1/9

আজ এবিপি আনন্দর স্টুডিওয় এসে তিনি বলেন, 'অরুণদা আর আমার টিম এত ভাল কাজ করেছে, আমি ছবি দেখে রীতিমত আপ্লুত। চাঁদের পাহাড় ফার্স্ট শো দেখে শ্রীকান্তদা বলেছিল হিট ফ্লপের চিন্তা করিস না এই ছবিটা ক্লাসিক।'
2/9

দেব বলেন,'এই অনুভূতিটা আমার বাঘাযতীন দেখার পর হয়েছে। তাই এই ছবিও হিট ফ্লপ যাই হোক না কেন, আমরা একটা ক্লাসিক ছবি বানিয়েছি। আমি বলব, বাঙালি হিসেবে গর্ব করতে গেলে এই ছবি দেখতেই হবে।'
3/9

এই ছবির প্রচারে স্কুল ও কলেজে সর্বত্রই প্রচার চালিয়েছেন দেব। তাঁর কথায়, 'বাচ্চাদের কথা ভেবে আমি চাঁদের পাহাড়, অ্য়ামাজন অভিযান বানিয়েছিলাম, কিন্তু এখন ওদের কথা ভেবে সিনেমা হয় না।'
4/9

'আমি এরপর প্রজাপতি করেছ, টনিক করেছি, কিন্তু বাঘাযতীনে আমরা সম্পূর্ণভাবে ইতিহাসকে তুলে ধরেছি। ফলে বাচ্চাদের কথা ভেবেই বাঘাযতীন বানানো হয়েছে। এই ছবিতে একসঙ্গে অনেক স্বাধীনতা সংগ্রামীর জীবন দেখানো হয়েছে।'
5/9

'গতকালের স্ক্রিনিং- এ একজন স্বাধীনতা সংগ্রামী মহিলা ছিলেন, যিনি বললেন আমরা গর্বিত এই ছবিতে তুমি আমাদের সম্মান দিয়েছো। অনেক অবাঙালিরা বলেন, এই ছবির হিন্দি ভার্সনও আসা উচিত।'
6/9

নিজের জীবনের অনেকটা সময়ই মুম্বইতে কাটিয়েছেন দেব। আর আজ সেখানকারই স্বনামধন্য় প্রেক্ষাগৃহ গেটি গ্য়ালাক্সিতে আজ মুক্তি পেল এই ছবি। এই কারণে স্বভাবতই উচ্ছ্বসিত দেব।
7/9

তিনি বললেন, 'আমি আজ যথেষ্ট গর্বিত যে মুম্বইয়ে প্রেক্ষাগৃহে বাঘাযতীন মুক্তি পেয়েছ। আমি যখন মুম্বই থেকে কলকাতা এসেছিলাম তখন আমাকে বাংলায় কথা বলা, লেখাপড়া শিখতে হয়েছে, আর যখন ১৭ বছর পর আমি কলকাতা থেকে মুম্বই গেলাম তখন দেখছি যে আমি হিন্দি ভুলে গেছি।'
8/9

বাংলার দুর্গা পুজো না মুম্বইয়ে নবরাত্রি কোন উৎসব দেবের মনের কাছাকাছি? এই প্রশ্নের উত্তরে 'প্রজাপতি' তারকা বলেন,'আমার কাছে অনেক বেশি কাছে কলকাতা, কারণ এই শহর আমাকে অনেক বেশি ভালবাসা দিয়েছে।
9/9

'আমার হাওড়ায় এসে প্রথম দুর্গাপুজোর স্মৃতির কথা এখনও মনে আছে।''
Published at : 19 Oct 2023 10:33 PM (IST)
View More
Advertisement
Advertisement























