এক্সপ্লোর
Dev on Bhagajatin: 'বাঘাযতীন' হিট ফ্লপ যাই হোক না কেন, আমরা একটা ক্লাসিক ছবি বানিয়েছি:দেব
Bengali Movie: প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেবের ছবি 'বাঘাযতীন'। দর্শকমহলে ইতিমধ্য়েই প্রশংসাও কুড়োতে শুরু করেছে ছবি।
'বাঘাযতীন' হিট ফ্লপ যাই হোক না কেন, আমরা একটা ক্লাসিক ছবি বানিয়েছি:দেব
1/9

আজ এবিপি আনন্দর স্টুডিওয় এসে তিনি বলেন, 'অরুণদা আর আমার টিম এত ভাল কাজ করেছে, আমি ছবি দেখে রীতিমত আপ্লুত। চাঁদের পাহাড় ফার্স্ট শো দেখে শ্রীকান্তদা বলেছিল হিট ফ্লপের চিন্তা করিস না এই ছবিটা ক্লাসিক।'
2/9

দেব বলেন,'এই অনুভূতিটা আমার বাঘাযতীন দেখার পর হয়েছে। তাই এই ছবিও হিট ফ্লপ যাই হোক না কেন, আমরা একটা ক্লাসিক ছবি বানিয়েছি। আমি বলব, বাঙালি হিসেবে গর্ব করতে গেলে এই ছবি দেখতেই হবে।'
Published at : 19 Oct 2023 10:33 PM (IST)
আরও দেখুন






















