এক্সপ্লোর
COPD : কাশিতে ওষ্ঠাগত প্রাণ? আটকে যাচ্ছে দম? কীভাবে আলাদা করবেন সাধারণ সর্দি-গর্মি ও COPD কে?
Chronic Obstructive Pulmonary Disease: সিওপিডি আক্রান্তদের সমস্যার মূলই হল শ্বাসনালী সরু হয়ে যাওয়া। কী এই ভয়ঙ্কর অসুখ ? কী কী লক্ষণ ?
কীভাবে আলাদা করবেন সাধারণ সর্দি-গর্মি ও COPD কে?
1/8

পরিসংখ্যান বলছে এই মুহূর্তে ভারতে মোট জনসংখ্যার ১০ শতাংশ COPD অসুখে আক্রান্ত। সারা পৃথিবীতে প্রায় ৪০০ মিলিয়ন মানুষ সিওপিডি আক্রান্ত। সংখ্যাটা ৬০০ মিলিয়নে পৌঁছে যেতে পারে আর বছর কুড়ির মধ্যে।
2/8

কী এই ভয়ঙ্কর অসুখ ? কী কী লক্ষণ ? সিওপিডি আক্রান্তদের সমস্যার মূলই হল শ্বাসনালী সরু হয়ে যাওয়া। শ্বাসনালীর আস্তরনে প্রদাহ হওয়া এবং ফুলে যাওয়া। তার ফলে ওই বায়ু যাওয়া-আসা করার রাস্তাটা আরও সরু হয়ে যায়, শ্বাস নিতে ও ছাড়তে সমস্যা হয়। WHO এর দাবি, প্রতি ১০ সেকেন্ডে সিওপিডি-তে আক্রান্ত হয়ে এক জন রোগীর মৃত্যু হচ্ছে।
Published at : 05 Jan 2024 10:20 AM (IST)
আরও দেখুন






















