এক্সপ্লোর
Coronavirus : XBB.1.16 ভ্যারিয়েন্ট কি করোনার আগের রূপগুলির মতোই ভয়ঙ্কর ? কী সাবধানতা নিতে হবে?
করোনা XBB.1.16.1 এর নতুন রূপ, যাকে Arcturus ও বলা হচ্ছে, তা ভারতের ৯টি রাজ্যে ছড়িয়ে পড়েছে।
Coronavirus : XBB.1.16 ভ্যারিয়েন্ট কি করোনার আগের রূপগুলির মতোই ভয়ঙ্কর ? কী সাবধানতা নিতে হবে?
1/8

প্রত্যেক বার যে ঢেউ গুলি আছড়ে পড়ে, তার পিছনে থাকে কোনও নতুন ভ্যারিয়েন্টের দাপট। এবার বিশেষজ্ঞরা মনে করছেন, XBB.1.16 ভ্যারিয়েন্ট এবার করোনা গ্রাফে হঠাৎ বৃদ্ধির জন্য দায়ী।
2/8

করোনা XBB.1.16.1 এর নতুন রূপ, যাকে Arcturus ও বলা হচ্ছে, তা ভারতের ৯টি রাজ্যে ছড়িয়ে পড়েছে। বহু জন রোগী এতে আক্রান্ত হয়েছে ।
3/8

শুধু প্রাপ্তবয়স্কদের মধ্যে নয়, এই ভ্যারিয়েন্টটি XBB.1.16.1 শিশুদের মধ্যেও পাওয়া যাচ্ছে। যার মধ্যে চোখ লাল হওয়াকে বলা হচ্ছে নতুন উপসর্গ।
4/8

চিকিত্সকরা মনে করছেন, কোভিড-19-এর নতুন রূপ XBB.1.16.1 Omicron ভ্যারিয়েন্টের একটি সাব - ভেরিয়েন্ট। এটি দ্রুত ছড়ায়। অনেক বেশি সংক্রামক।
5/8

এর সাধারণ লক্ষণগুলো হল - জ্বর ,কাশি ,সর্দি, নাক বন্ধ ,হাঁচি ,গলা ব্যথা
6/8

এছাড়াও আরও কতগুলি লক্ষণ ঝামেলায় ফেলতা পারে। যেমন - কণ্ঠস্বর পরিবর্তন ,শ্বাসকষ্ট, মাথাব্যথা শরীরে ব্যথা, ক্লান্তি। এছাড়াও, চোখে জ্বালা, লালচেভাব, ডায়ারিয়া, বুকে ব্যথা ইত্যাদি
7/8

কোভিড-19-এর নতুন রূপ XBB.1.16.1 এড়াতে, আপনাকে ট্রিপল লেয়ার মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ।
8/8

পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দিন, বিশেষ করে ঘন ঘন হাত ধুতে হবে। আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সামাজিক দূরত্ব মেনে চলা জরুরি হয়ে পড়েছে।
Published at : 18 Apr 2023 02:30 PM (IST)
View More
Advertisement
Advertisement























