এক্সপ্লোর
৩ হাজার পার করল দেশে করোনা পজিটিভের সংখ্যা ! আক্রান্তদের মধ্যে আছেই এই লক্ষণ
Covid 19 symptoms : দেশে করোনার সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত ৫ দিনে ১৭০০টি কোভিডের নতুন ঘটনা সামনে এসেছে ।
৩ হাজার ছুঁইছুঁই দেশে করোনা পজিটিভের সংখ্যা
1/8

২০-২১ সালের করোনা আতঙ্ক কাটিয়ে এখনও ধাতস্থ হওয়ার লড়াই জারি রয়েছে এ দেশে। তার আগেই এবার ফের এশিয়া জুড়ে কোভিড আতঙ্ক।
2/8

দেশে করোনার সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত ৫ দিনে ১৭০০টি কোভিডের নতুন ঘটনা সামনে এসেছে । এখন এই সংখ্যা প্রায় ৩০০০। ৩০ মে পর্যন্ত দেশজুড়ে ৩ হাজার ছুঁইছুঁই করোনা-অ্যাক্টিভ কেস নথিভুক্ত হয়েছে।
3/8

সারাদেশের মধ্যে অন্ধ্রপ্রদেশে আক্রান্ত ১৬, অরুণাচল প্রদেশে ৩, আসামে ২, চণ্ডীগড়ে ১, ছত্তিশগড়ে ৩, দিল্লিতে ২৯৪, গোয়ায় ৭, গুজরাটে ২২৩, হরিয়ানায় ২০, জম্মু ও কাশ্মীরে ৪, কর্ণাটকে ১৪৮, কেরালে ১১৪৭, মধ্যপ্রদেশে ১০, মহারাষ্ট্রে ৪২৪।
4/8

মিজোরামে আক্রান্ত ২, ওড়িশায় ৫, পুডুচেরিতে ৩৫, পাঞ্জাবে ৪, রাজস্থানে ৫১, তামিলনাড়ুতে ১৪৮, তেলেঙ্গানায় ৩, উত্তরাখণ্ডে ২, উত্তরপ্রদেশে ৪২ এবং পশ্চিমবঙ্গে ১১৬টি ঘটনা রয়েছে। দিল্লিতে একজন মহিলার মৃত্যু হয়েছে।
5/8

রাজ্যের আকাশেও কি কোভিড-আতঙ্কের সিঁদুরে মেঘ ঘনাচ্ছে? এরাজ্যেও বাড়ছে করোনা সংক্রমণ। বিভিন্ন হাসপাতাল ও প্যাথলজিক্যাল ল্যাব সূত্রে পাওয়া খবর অনুযায়ী, নতুন করে আরও ২১ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে।
6/8

২০২০ থেকে ২০২২, ৩ বছরে বিশ্বকে চরম দুর্দিন দেখিয়েছিল করোনা ভাইরাস। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে দেশে গণচিতা জ্বলেছিল। ওমিক্রনের উপপ্রজাতি JN.1-এর সাব ভ্যারিয়ান্ট NB.1.H.1 যেভাবে ছড়াচ্ছে এবার , তাতে অনেকেই অশনি সঙ্কেত দেখছেন।
7/8

বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ কোভিডের যে লক্ষণগুলি দেখা যাচ্ছে এবার, তার মধ্যে রয়েছে হালকা জ্বর, শুষ্ক বা জ্বালাপোড়া কাশি, কর্কশ কণ্ঠস্বর ইত্যাদি। এগুলি কিন্তু সাধারণ জ্বর-জারির থেকে খুব আলাদা নয়।
8/8

এছাড়াও নাক বন্ধ হওয়া, নাক দিয়ে জল পড়া, ক্লান্তি এবং পেশীতে যন্ত্রণা, মাথাব্যথা, বমি বমি ভাব বা ডায়রিয়া এবং গলায় অস্বস্তি দেখা যাচ্ছে।
Published at : 31 May 2025 04:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























