এক্সপ্লোর
World Sleep Day:ছুটি নিয়ে নিরিবিলিতে কোথাও ঘুমোতে চান? কোথায় যেতে পারেন Sleepcation-এ?
Sleepcations In India:আজ, ১৫ মার্চ, বিশ্ব ঘুম দিবস। বহু সময়ে, কাজের চাপ বা ব্যক্তিগত জীবনে নানা উদ্বেগের কারণে ঠিকঠাক ঘুম হয়ে ওঠে না। সেক্ষেত্রে একটা sleepcation-র কথা ভাবতেই পারেন।
ছুটি নিয়ে নিরিবিলিতে কোথাও ঘুমোতে চান? কোথায় যেতে পারেন Sleepcation-এ?
1/8

আজ, ১৫ মার্চ, বিশ্ব ঘুম দিবস। সুস্থ ভাবে বেঁচে থাকতে হলে প্রত্যেক দিন পর্যাপ্ত ঘুম যে কতটা জরুরি, সেটা মনে করাতেই এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। কিন্তু বহু সময়ে, কাজের চাপ বা ব্যক্তিগত জীবনে নানা উদ্বেগের কারণে ঠিকঠাক ঘুম হয়ে ওঠে না। সেক্ষেত্রে একটা sleepcation-র কথা ভাবতেই পারেন। (ছবি:PIXABAY)
2/8

Sleepcation কথাটি আপাত ভাবে নতুন হলেও এর জনপ্রিয়তা হইহই করে বাড়ছে। ২০২৪ সালে এখনও পর্যন্ত যা ছবি, তাতে নিশ্চিন্তে বলা চলে 'Sleep Tourism' -র রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। সোজা করে বললে, এ আসলে এমন জায়গায় নিরিবিলিতে ছুটি কাটাতে যাওয়া যেখানে দুর্দান্ত ঘুমোনো যাবে। (ছবি:PIXABAY)
Published at : 15 Mar 2024 02:47 PM (IST)
আরও দেখুন






















