এক্সপ্লোর
Human Behaviour: ইয়ার্কির নামে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তো? রসিকতা ও অপমানের মধ্যে ফারাক বোঝা জরুরি
Joke vs Insult Difference: রসিকতা করতে গিয়ে কাউকে আঘাত করলেন না তো! সীমা-পরিসীমা বুঝতে শিখুন। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/11

পরিবারের লোকজন একত্রিত হলে, বন্ধুবান্ধবরা আড্ডায় বসলে ইয়ার্কি-রসিকতা চলতেই থাকে। কিন্তু সব রসিকতার সঙ্গে কখনও কখনও মিশে থাকে শ্লেষও।
2/11

সেই শ্লেষ অন্য জনের বুকে শেল হয়ে বিঁধতে পারে। তাই রসিকতা ও অপমানের মধ্যেকার সূক্ষ্ম ফারাক বোঝা অত্যন্ত জরুরি।
3/11

কাউকে হাসানোর জন্য় যখন কিছু বলা হয় বা কোনও কাহিনি শোনানো হয়, তা রসিকতা হিসেবে গণ্য হয়। কোনও পরিস্থিতি বা ঘটনা নিয়েও হাসিঠাট্টা করা হয়।
4/11

কিন্তু এই হাসিঠাট্টার সঙ্গে যখন শ্লেষ, বিদ্রুপ মিশে যায়, যখন তাতে কেউ কষ্ট পান, তা আর রসিকতা থাকে না।
5/11

রসিকতায় সকলেই হেসে ওঠেন। হালকা মেজাজেই রসিকতা গ্রহণ করা হয়। সকলের আনন্দই প্রকাশ পায়।
6/11

কিন্তু শ্লেষ বা বিদ্রুপ মিশে থাকলে, তা বুঝে সামনের জন যেমন গুটিয়ে যান, তেমনই অস্বস্তিতে পড়েন বাকিরাও।
7/11

কারও আচরণ বা তাঁর জীবনের কোনও ঘটনা নিয়ে হাসিঠাট্টা করলে, আগে বুঝতে হবে, তিনি বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছেন কি না। তিনি আদৌ স্বচ্ছন্দ কি না জানতে হবে।
8/11

দুই বন্ধুর মধ্য়ে পারস্পরিক বোঝাপড়া থাকলে, তাঁরা একে অপরের খামতি তুলে ধরতে পারেন। সামনের জনের আচরণ নিয়ে রসিকতা করা যায় সেখানে।
9/11

কিন্তু পরস্পরের ঘনিষ্ঠ নন, শুধুমাত্র পরিচিত, এমন ব্যক্তির ব্যক্তিগত জীবন বা আচরণ নিয়ে রসিকতা করতে গেলে সীমা অতিক্রম করা হয়।
10/11

রসিকতায় হেসে গড়িয়ে পড়েন সকলে। মেজাজ ফুরফুরে হয়ে যায়। পরস্পরকে নিয়েই রসিকতা করি আমরা।
11/11

কিন্তু রসিকতার আড়ালে শ্লেষ থাকলে, বিদ্রুপ থাকলে, হাসি বদলে যায় গাম্ভীর্যে, সম্পর্কে তিক্তসা আসে, আক্রমণ পাল্টা আক্রমণ নেমে আসে।
Published at : 01 Nov 2025 10:31 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















