এক্সপ্লোর
Child Birth : সন্তান জন্ম দিলেই কর্মীদের প্রায় ৬২ লাখ টাকা দেবে এই কোম্পানি !
Company Giving Rupees for Child birth: কর্মীরা সন্তান জন্ম দিলে ৭৫ হাজার ডলার দেওয়া হবে, ঘোষণা করেছে এই কোম্পানি..
সন্তান জন্ম দিলেই কর্মীদের প্রায় ৬২ লাখ টাকা দেবে এই কোম্পানি !
1/10

বিশ্বের কিছু দেশে জনআধিক্য ঘটেছে। ঠিক তেমনই কোথাও জনসংখ্যা কোথাও ক্রমশ তলানিতে।
2/10

আর এই পরিস্থিতিতে এমন সমস্যা সমাধানে পৃথক পৃথক দেশ ভিন্ন পদ্ধতির আশ্রয় নিয়েছে ।
3/10

পরিসংখ্যান বলছে, দ্রুত জনসংখ্যা কমা নিয়ে অসুবিধার মুখে রয়েছে দক্ষিণ কোরিয়া।
4/10

স্বাভাবিকভাবেই প্রজননের হার কমে যাওয়ায় চিন্তিত সেদেশ, সমাধানে অভিনব পদক্ষেপ।
5/10

কর্মীরা সন্তান জন্ম দিলে ৭৫ হাজার ডলার দেওয়া হবে, ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি।
6/10

মূলত দক্ষিণ কোরিয়া বর্তমানে বিশ্বের সর্বনিম্ন প্রজনন হারের সমস্যার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।
7/10

বাইশ সালের পরিসংখ্যান বলছে, ওই দেশে প্রজননের হার ছিল ০.৭৮।
8/10

এদিকে সরকারি পূর্বাভাসে বলা হয়েছে, প্রজননের হার ২০২৫ সালে ০.৬৫ এ নেমে আসতে পারে।
9/10

এমত অবস্থায় দক্ষিণ কোরিয়ার ওই কোম্পানিটি প্রজননের হার স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নিয়েছে।
10/10

সংস্থাটি জানিয়েছে, এই সুবিধা তাঁদের কোম্পানিতে কর্মরত পুরুষ ও মহিলা উভয়ের জন্যই।
Published at : 19 Mar 2024 02:49 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























