এক্সপ্লোর
Cleaning Ears at Home: বাড়িতে কান পরিষ্কার করেন? এই ভুলগুলি এড়িয়ে চলুন...
Cleaning Ear Mistakes: সহজ মনে হলেও সহজ নয়। কান পরিষ্কার করার ক্ষেত্রে সাবধান হোন। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।
1/10

বড়দের দেখে অনেক কিছু শিখি আমরা। এর মধ্যে কান পরিষ্কার করা অন্যতম। ছোটবেলায় বাড়িতেই কান পরিষ্কার করতে দেখেছি বড়দের। তাই আমরাও বাড়িতেই কান পরিষ্কার করি।
2/10

কিন্তু সহজ মনে হলেও কান পরিষ্কার করা মোটেই সহজ কাজ নয়। এমনকি পেশাদারকে দিয়ে কান পরিষ্কার করালেও, অস্বস্তির কারণ থেকে যায়।
3/10

বাড়িতে কান পরিষ্কার করার সময় আমরা নিজেরাও কিছু ভুল করি। সেই ভুল থেকে মারাত্মক বিপদ হতে পারে।
4/10

ঘন ঘন কান পরিষ্কার করা একেবারেই উচিত নয়। আমাদের শরীরের স্বাভাবিক কিছু পদ্ধতি রয়েছে, যার মাধ্যমে কানের নোংরা আপনা আপনিই বেরিয়ে আসে।
5/10

ঘুমানোর সময় এবং স্নান করার সময় সাধারণত কানের নোংরা বাইরে বেরিয়ে আসে। আমরা যখন খাবার চিবোই, তা থেকেও আলগা হয়ে কানের নোংরা বেরিয়ে আসে। তার পরও যদি কান পরিষ্কারের প্রয়োজনীয়তা অনুভূত হয়, সেক্ষেত্রে ধন ঘন কান খোঁচানোই ভাল। কানের মধ্যে যে ওয়্যাক্স থাকে, তা রোগ সৃষ্টিকারী অণুজীব, পোকা-মাকড় থেকে আমাদের রক্ষা করে।
6/10

তীক্ষ্ণ কোনও বস্তূ কানে না ঢোকানোই ভাল। সূচালো নখ, গাড়ির চাবি, ববি পিন, দেশলাইয়ের কাঠি ভুলেও কানে ঢোকাবেন না। এতে কানের ভিতরের নরম অংশের ক্ষতি হতে পারে।
7/10

তীক্ষ্ণ বস্তুর সংস্পর্শে এসে কানের পর্দাও ফুটো হয়ে যেতে পারে, তা থেকে শ্রবণশক্তি হারাতে হতে পারে। যাঁরা কটন সোয়াব দিয়ে কান পরিষ্কার করেন, তাঁরা আরও ক্ষতি ডেকে আনছেন। এতে কানের শক্ত হয়ে যাওয়া ওয়্যাক্স আরও ভিতরে ঢুকে যায়, যা থেকে কানের পর্দার ক্ষতি হতে পারে, কানের যন্ত্রণাও হতে পারে।
8/10

কান পরিষ্কার করতে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করেন অনেকে। এতে কানের ময়লা নরম হয়ে বেরিয়ে আসে। কিন্তু বেশি মাত্রায় হাউড্রোজেন পারক্সাইড ব্যবহার করলে, তা অস্বস্তির কারণ হতে পারে। কানের ভিতরের অংশে কিছু বিঁধছে বলে মনে হতে পারে, কানের যন্ত্রণাও হতে পারে।
9/10

ঘরোয়া টোটকা হিসেবে কান পরিষ্কার করতে গরম তেলও ব্যবহার করেন কেউ কেউ। কয়েক ফোঁটা কানের মধ্যে ফেলে দেন। কিন্তু এক্ষেত্রে তেল কতটা গরম, তা বুঝতে হবে। খুব গরম হলে কানের ভিতরের ত্বক পুড়ে যেতে পারে। কানের ভিতরের অংশ চিরতরে ক্ষতিগ্রস্ত হতে পারে এতে। গরম তেল কানে ঢালার আগে কবজির নরম অংশে আগে ছুঁইয়ে নিন। ঈষৎ উষ্ণ হলে তবেই ঢালুন।
10/10

মধ্যযুগে যা অত্যাচারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো, বর্তমানে তা কান পরিষ্কারের অন্যতম উপায় হয়ে দাড়িয়েছে। ইয়ার ক্যান্ডলিং কান পরিষ্কারের এমনই এক পদ্ধতি। এক্ষেত্রে জ্বলন্ত মোমবাতির ধোঁয়াকে কানে প্রবেশ করিয়ে জমে থাকা ময়লা নরম করা হয়। এতে কিছু বিপদের প্রভূত সম্ভাবনা রয়েছে। কানের পর্দার ক্ষতি হয়, কানের ভিতরের অংশ পুড়েও যেতে পারে। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 20 Nov 2024 12:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
মালদা
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
