এক্সপ্লোর
Life Lessons: অনর্গল বকে চলেছেন সামনের জন! আঘাত না করেই স্বল্পকথায় সারুন বার্তালাপ
Conversation: সামনের জন অনগর্ল কথা বলে গেলেও, অনেক সময় তা শোনার মতো অবস্থায় থাকি না আমার। আঘাত না করেই কথা শেষ করবেন যেভাবে...
ছবি: পিক্সাবে।
1/10

কোথাও বেরোচ্ছেন হয়ত, বা কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন, হঠাৎ চেনা তারও সঙ্গে দেখা। এমন পরিস্থিতিতে দু’চার কথা না চাইলেও বলতে হয়। হাজার কাজ থাকলেও, সামনের জন খোশগল্প জুড়ে দিলে না বলার উপায় থাকে না।
2/10

শুধু মুখোমুখিই নয়, ফোনের ওপার থেকেও এমন ভাবে আবদার জুড়ে দেন অনেকে। কথার বহর থামেই নায় অনিচ্ছা সত্ত্বেও হ্যাঁ, হুঁ করে সেই কথা টেনে নিয়ে যেতে হয় আমাদের। কিন্তু স্বল্প কথায় বার্তালাম মেটানোর উপায়ও রয়েছে।
Published at : 15 Aug 2023 03:47 PM (IST)
আরও দেখুন






















