এক্সপ্লোর
Hair Growth: চুলের স্বাস্থ্য ভাল রাখতে ভরসা থাকুক নিরামিষ খাবারে, পাতে কী কী রাখতে পারেন?
Hair Care: শুধু আমিষ খেলেই চুল ভাল হয় না বা সব সমস্যা দূর হয় না। অনেক নিরামিষ খাবার রয়েছে যেগুলি চুলের স্বাস্থ্য ভাল রাখে। তার মধ্যে অন্যতম হল আমন্ড এবং আখরোট।
![Hair Care: শুধু আমিষ খেলেই চুল ভাল হয় না বা সব সমস্যা দূর হয় না। অনেক নিরামিষ খাবার রয়েছে যেগুলি চুলের স্বাস্থ্য ভাল রাখে। তার মধ্যে অন্যতম হল আমন্ড এবং আখরোট।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/25/671016141a814222be272be15f2d21fa1695580780027485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি সূত্র- পিক্সেলস
1/10
![চুলের স্বাস্থ্য ভাল রাখার অর্থ হল চুলের গোড়া মজবুত করা। এর পাশাপাশি চুল পড়ার সমস্যা, চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করা। এছাড়াও রয়েছে চুলের ডগা ফেটে যাওয়ার সমসা বা স্প্লিট এন্ডস। অনেকের চুল আবার মাঝখান থেকে ভেঙে যায় অর্থাৎ ভঙ্গুর প্রকৃতির। কারও বা চুল লম্বায় একদম বাড়তে চায় না। এছাড়াও থাকে মাথার তালু বা স্ক্যাল্পের সমস্যা। এইসব অসুবিধা দূর করে স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে হলে সঠিকভাবে খাওয়া-দাওয়া করা প্রয়োজন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/24/1868543efcd5eef8039c961db81aa116687dd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চুলের স্বাস্থ্য ভাল রাখার অর্থ হল চুলের গোড়া মজবুত করা। এর পাশাপাশি চুল পড়ার সমস্যা, চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করা। এছাড়াও রয়েছে চুলের ডগা ফেটে যাওয়ার সমসা বা স্প্লিট এন্ডস। অনেকের চুল আবার মাঝখান থেকে ভেঙে যায় অর্থাৎ ভঙ্গুর প্রকৃতির। কারও বা চুল লম্বায় একদম বাড়তে চায় না। এছাড়াও থাকে মাথার তালু বা স্ক্যাল্পের সমস্যা। এইসব অসুবিধা দূর করে স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে হলে সঠিকভাবে খাওয়া-দাওয়া করা প্রয়োজন।
2/10
![শুধু আমিষ খেলেই চুল ভাল হয় না বা সব সমস্যা দূর হয় না। অনেক নিরামিষ খাবার রয়েছে যেগুলি চুলের স্বাস্থ্য ভাল রাখে। তার মধ্যে অন্যতম হল আমন্ড এবং আখরোট। এই দু'ধরনের বাদামের মধ্যে রয়েছে ভিটামিন বি এবং গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড যা চুল মজবুত রাখতে সাহায্য করে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/24/98078a9edd48d24f12ee63c7f9d25a0fd06fb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুধু আমিষ খেলেই চুল ভাল হয় না বা সব সমস্যা দূর হয় না। অনেক নিরামিষ খাবার রয়েছে যেগুলি চুলের স্বাস্থ্য ভাল রাখে। তার মধ্যে অন্যতম হল আমন্ড এবং আখরোট। এই দু'ধরনের বাদামের মধ্যে রয়েছে ভিটামিন বি এবং গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড যা চুল মজবুত রাখতে সাহায্য করে।
3/10
![কুমড়োর বীজ- এর মধ্যে রয়েছে অনেক গুণ। চুলের অনেক সমস্যা দূর করতে পারেন কুমড়োর বীজ। বিভিন্ন নিরামিষ তরকারি বা পদের মধ্যে কুমড়োর বীজ দেওয়ার চল রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/24/4e4a17bb8877a038f477c756f08eca465beb5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কুমড়োর বীজ- এর মধ্যে রয়েছে অনেক গুণ। চুলের অনেক সমস্যা দূর করতে পারেন কুমড়োর বীজ। বিভিন্ন নিরামিষ তরকারি বা পদের মধ্যে কুমড়োর বীজ দেওয়ার চল রয়েছে।
4/10
![কুমোড়োর বীজের মধ্যে রয়েছে প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, বায়োটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই সবকটি উপকরণই চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চুলের বৃদ্ধিতে এই উপকরণগুলি সাহায্য করে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/24/fef1173f2c60754031470ffed9065f9419cef.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কুমোড়োর বীজের মধ্যে রয়েছে প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, বায়োটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই সবকটি উপকরণই চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চুলের বৃদ্ধিতে এই উপকরণগুলি সাহায্য করে।
5/10
![মিষ্টি আলু- অনেকেরই নানা কারণে এমনি আলু খাওয়া বারণ থাকে। সেক্ষেত্রে পরিবর্ত হিসেবে মিষ্টি আলু ব্যবহার করতে পারেন। এই সবজির মধ্যে রয়েছে একাধিক গুণ। কীভাবে মিষ্টি আলু চুলের স্বাস্থ্যের খেয়াল রাখে সেটা জেনে নেওয়া যাক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/24/bfe2bc3cb532c3032b8a3edad3776808525da.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মিষ্টি আলু- অনেকেরই নানা কারণে এমনি আলু খাওয়া বারণ থাকে। সেক্ষেত্রে পরিবর্ত হিসেবে মিষ্টি আলু ব্যবহার করতে পারেন। এই সবজির মধ্যে রয়েছে একাধিক গুণ। কীভাবে মিষ্টি আলু চুলের স্বাস্থ্যের খেয়াল রাখে সেটা জেনে নেওয়া যাক।
6/10
![বেশিরভাগের ক্ষেত্রেই চুলের সমস্যা বলতে প্রথমেই আসে প্রচুর পরিমাণ চুল পরা বা ঝরে যাওয়ার সমস্যা। আর রয়েছে চুলের সঠিকভাবে বৃদ্ধি না হওয়া। মিষ্টি আলু চুলের এই দুই সমস্যা দূর করতেই সাহায্য করে। মিষ্টি আলুর মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন যা চুলে পুষ্টির জোগান দিতে কাজে লাগে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/24/53fdefa1d3ea67a5217787d8a2f363cb244bd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বেশিরভাগের ক্ষেত্রেই চুলের সমস্যা বলতে প্রথমেই আসে প্রচুর পরিমাণ চুল পরা বা ঝরে যাওয়ার সমস্যা। আর রয়েছে চুলের সঠিকভাবে বৃদ্ধি না হওয়া। মিষ্টি আলু চুলের এই দুই সমস্যা দূর করতেই সাহায্য করে। মিষ্টি আলুর মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন যা চুলে পুষ্টির জোগান দিতে কাজে লাগে।
7/10
![গাজর- চোখের স্বাস্থ্যের জন্য গাজর খুবই ভাল। গাজরের রস খেলে অনেক উপকার পাওয়া যায়। এছাড়াও স্যালাড কিংবা তরকারিতে গাজর খেতে পারেন। চুলের স্বাস্থ্য ভাল রাখতেও কাজে লাগে গাজর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/24/cf7fe745be2694bd955f1c2d2ae45df408b9b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গাজর- চোখের স্বাস্থ্যের জন্য গাজর খুবই ভাল। গাজরের রস খেলে অনেক উপকার পাওয়া যায়। এছাড়াও স্যালাড কিংবা তরকারিতে গাজর খেতে পারেন। চুলের স্বাস্থ্য ভাল রাখতেও কাজে লাগে গাজর।
8/10
![গাজরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন ই। এই দুই ভিটামিনের সাহায্যে আমাদের স্ক্যাল্প অর্থাৎ মাথার তালুতে সঠিকভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন হয়। আর তার ফলে চুলের সঠিকভাবে বৃদ্ধি সম্ভব।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/24/915f5a245a1cb23a2807647842c1d5361c9fe.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গাজরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন ই। এই দুই ভিটামিনের সাহায্যে আমাদের স্ক্যাল্প অর্থাৎ মাথার তালুতে সঠিকভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন হয়। আর তার ফলে চুলের সঠিকভাবে বৃদ্ধি সম্ভব।
9/10
![পালং শাক- এই শাকের রয়েছে হাজারো গুণ। একাধিক পুষ্টি উপকরণ এবং ভিটামিন ও মিনারেলস রয়েছে এই পালং শাকের মধ্যে। তাই খাবারের পাতে পালং শাক রাখা প্রয়োজনীয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/24/ab1451d63845a6a6d5f92313acf07265cf176.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পালং শাক- এই শাকের রয়েছে হাজারো গুণ। একাধিক পুষ্টি উপকরণ এবং ভিটামিন ও মিনারেলস রয়েছে এই পালং শাকের মধ্যে। তাই খাবারের পাতে পালং শাক রাখা প্রয়োজনীয়।
10/10
![চুলের স্বাস্থ্য ভাল রাখতেও কাজে লাগে পালং শাক। এর মধ্যে রয়েছে ফোলেট, আয়রন, ভিটামিন এ এবং ভিটামিন সি। এই সমস্ত উপকরণ চুলের বৃদ্ধিতে সাহায্য করে। তাই পালং শাক খাওয়া জরুরি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/24/bfdd027f49ad44d27e7033cab6c11798623fe.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চুলের স্বাস্থ্য ভাল রাখতেও কাজে লাগে পালং শাক। এর মধ্যে রয়েছে ফোলেট, আয়রন, ভিটামিন এ এবং ভিটামিন সি। এই সমস্ত উপকরণ চুলের বৃদ্ধিতে সাহায্য করে। তাই পালং শাক খাওয়া জরুরি।
Published at : 25 Sep 2023 12:10 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)