এক্সপ্লোর
Hanuman Jayanti 2022: হনুমান জয়ন্তীতে কখন ও কীভাবে 'বজরং বাণ' পাঠ করা উচিত, জেনে নিন
হনুমান জয়ন্তী ২০২২
1/10

আজ দেশজুড়ে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। এই দিনটিকে বিশেষ মনে করা হয়। হনুমানজিকে উৎসর্গ করার জন্য এই দিনটিকে খুবই শুভ বলে মনে করা হয়। এদিন হনুমানজির উদ্দেশে অর্ঘ্য নিবেদন করলে তা জীবনে বিশেষ ফল দেয়। এই দিন কী কী করতে পারেন? জেনে নিন।
2/10

রামভক্ত হনুমানের জন্মদিনে শাবর মন্ত্র পাঠ খুবই শুভ মানা হয়। সবচেয়ে সুরক্ষিত বলে মনে করা হয় এই মন্ত্রকে। বেশ সহজও এই মন্ত্র। ফলে সাধারণ মানুষের কাছে এটি বেশি জনপ্রিয়। এই মন্ত্রগুলির জন্য বৈদিক মন্ত্রের মতো দীর্ঘ সাধনার প্রয়োজন হয় না এবং এগুলি তান্ত্রিক মন্ত্রগুলির মতো জটিলও নয়।
Published at : 16 Apr 2022 11:00 AM (IST)
আরও দেখুন






















