এক্সপ্লোর
Dreams Meaning: স্বপ্নে নিজেকে কাঁদতে দেখেছেন? কীসের ইঙ্গিত এটি?
Dream in Sleeping: একনজরে দেখে নিন, স্বপ্নের কোন দৃশ্য কোন ঘটনার ইঙ্গিত দেয়
স্বপ্নে নিজেকে কাঁদতে দেখেছেন?
1/7

ঘুমের মধ্যে আচমকা চোখের সামনে নানান দৃশ্যপট। কোনটা আপনার ভাবনা, কোনোটা আবার অবাস্তব কিছু, কোনোটা আবার ভয়ঙ্কর। স্বপ্ন নিয়ে গবেষণা হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকেই। ঘুমের মধ্যে রহস্যময় এই জাগরণের সঠিক ব্যাখ্যা আজ অব্দি দিতে পারেনি বিজ্ঞানও। তবে মনোবিজ্ঞানের পরিভাষায় স্বপ্ন হল মানুষের অবচেতন মনে লুকিয়ে থাকা বিষয়বস্তুর একটি দৃশ্যমান প্রতিফলন। অবচেতন মন হল সচেতন ও অচেতন মনের মাঝের এমন একটি স্তর, জেগে থাকা অবস্থায় যার অস্তিত্বের টের পাওয়া মুশকিল।
2/7

তবে নানারকম স্বপ্নের নানারকম ইঙ্গিতের কথা বলে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র মতে, কোনো স্বপ্ন যেমন অদূর ভবিষ্যতে অর্থলাভের ইঙ্গিত দেয়, তেমনই কোনো স্বপ্ন বিপদের ইঙ্গিত দিয়ে যায়। একনজরে দেখে নিন, স্বপ্নের কোন দৃশ্য কোন ঘটনার ইঙ্গিত দেয়।
Published at : 24 Nov 2022 03:04 PM (IST)
আরও দেখুন






















