এক্সপ্লোর
Headache: কোন অসুখের কারণে ঘুম থেকে উঠেই মাথার যন্ত্রণা করে?
মাথার যন্ত্রণা
1/10

বহু মানুষের ক্ষেত্রেই সকালে মাথার যন্ত্রণার (Headache) সমস্যা দেখা দেয়। অনেকেই এই সমস্যাকে স্বাভাবিক মনে করে এড়িয়ে যান।
2/10

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাথার যন্ত্রণা নিয়ে যদি ঘুম ভাঙে (Morning Headache), তাহলে তা অন্য় রোগের লক্ষণ। আর এই সমস্যা একেবারেই এড়িয়ে যাওয়া সঠিক নয়। এর ফলে পরবর্তীকালে বড় কোনও অসুখ দেখা দিতে পারে।
Published at : 04 Sep 2022 11:23 PM (IST)
আরও দেখুন






















