এক্সপ্লোর
Arrhythmia: অ্যারিথমিয়া কী ধরনের হৃদরোগ? কী এর কারণ ও লক্ষণ?
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/06/91a7d3c359a642b3a3decfec53fe47ad_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অ্যারিথমিয়া
1/9
![হৃদরোগের নানা প্রকারভেদ রয়েছে। স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলো সবই হৃদরোগের মধ্যে পড়ে। এর পাশাপাশি বিশেষজ্ঞরা অ্যারিথমিয়ার কথাও জানাচ্ছেন। কী এই অ্যারিথমিয়া?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/06/a0cde998a6e883f932065072c64083a61b80a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হৃদরোগের নানা প্রকারভেদ রয়েছে। স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলো সবই হৃদরোগের মধ্যে পড়ে। এর পাশাপাশি বিশেষজ্ঞরা অ্যারিথমিয়ার কথাও জানাচ্ছেন। কী এই অ্যারিথমিয়া?
2/9
![বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নানা কারণে আমাদের হৃদস্পন্দর অনিয়মিত হয়। কখনও দ্রুত হৃদস্পন্দন চলে। কখনও বা খুব ধিরে। অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যাকেই অ্যারিথমিয়া বলা হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/06/76ee4a87830184da97647abee6c3f0a75b769.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নানা কারণে আমাদের হৃদস্পন্দর অনিয়মিত হয়। কখনও দ্রুত হৃদস্পন্দন চলে। কখনও বা খুব ধিরে। অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যাকেই অ্যারিথমিয়া বলা হয়।
3/9
![অ্যারিথমিয়া সমস্যা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কখনও কখনও এই সমস্যা আমাদের স্বাস্থ্যের কোনও ক্ষতি করে না। আবার কখনও কখনও স্ট্রোক কিংবা কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি বাড়িয়ে দেয় অ্যারিথমিয়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/06/c397fd6455a1e42f55aa04f7b779a5f5ea02b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অ্যারিথমিয়া সমস্যা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কখনও কখনও এই সমস্যা আমাদের স্বাস্থ্যের কোনও ক্ষতি করে না। আবার কখনও কখনও স্ট্রোক কিংবা কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি বাড়িয়ে দেয় অ্যারিথমিয়া।
4/9
![অ্যারিথমিয়ার সমস্যা হয়েছে কিনা, তা বোঝার বেশ কিছু লক্ষণ রয়েছে। যদি শ্বাসের সমস্যা দেখা যায় কিংবা আচমকা চোখে অন্ধকার দেখেন, তাহলে বুঝতে হবে এই সমস্যা দেখা দিয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/06/64ec093fcd56ee3b1247d4d01fc2a6bc4d481.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অ্যারিথমিয়ার সমস্যা হয়েছে কিনা, তা বোঝার বেশ কিছু লক্ষণ রয়েছে। যদি শ্বাসের সমস্যা দেখা যায় কিংবা আচমকা চোখে অন্ধকার দেখেন, তাহলে বুঝতে হবে এই সমস্যা দেখা দিয়েছে।
5/9
![বুকে ব্যথা, আচমকা দুর্বল অনুভব করা, মাথার যন্ত্রণা, চোখে ঝাপসা দেখা। এসবই অ্যারিথমিয়া রোগের লক্ষণ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/06/e6388b5c0937642c0e97515110ef835ce593a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বুকে ব্যথা, আচমকা দুর্বল অনুভব করা, মাথার যন্ত্রণা, চোখে ঝাপসা দেখা। এসবই অ্যারিথমিয়া রোগের লক্ষণ।
6/9
![এছাড়াও ঘন ঘন ঘাম হওয়া, শ্বাস নেওয়ার সময় বুকে ব্যথা অনুভব, মাথা ঘোরা, কোনও কিছু বুঝতে অসুবিধা হওয়া, কোনও বিষয়ে মনোযোগ দিতে সমস্যা তৈরি হওয়াও অ্যারিথমিয়ার রোগের লক্ষণ। কিন্তু কী কারণে হয় এই সমস্যা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/06/ef71ff75f832c63186977686199b641f0f448.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এছাড়াও ঘন ঘন ঘাম হওয়া, শ্বাস নেওয়ার সময় বুকে ব্যথা অনুভব, মাথা ঘোরা, কোনও কিছু বুঝতে অসুবিধা হওয়া, কোনও বিষয়ে মনোযোগ দিতে সমস্যা তৈরি হওয়াও অ্যারিথমিয়ার রোগের লক্ষণ। কিন্তু কী কারণে হয় এই সমস্যা?
7/9
![বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রচুর পরিমাণে মদ্যপান করলে, মধুমেহ রোগ থাকলে, প্রচুর পরিমাণে কফি খেলে, স্ট্রেস, চিন্তা, ধূমপান, উচ্চরক্তচাপের সমস্যা থাকলে এই সমস্যা দেখা দেয়। এছাড়াও, হার্ট অ্যাটাক হওয়ার আগে, হৃদরোগ থাকলেও এই অসুখ দেখা দেয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/06/5fb147a19a3a8bbf7727b44e5daff7e59d7d5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রচুর পরিমাণে মদ্যপান করলে, মধুমেহ রোগ থাকলে, প্রচুর পরিমাণে কফি খেলে, স্ট্রেস, চিন্তা, ধূমপান, উচ্চরক্তচাপের সমস্যা থাকলে এই সমস্যা দেখা দেয়। এছাড়াও, হার্ট অ্যাটাক হওয়ার আগে, হৃদরোগ থাকলেও এই অসুখ দেখা দেয়।
8/9
![এই রোগের চিকিতসা প্রসঙ্গে বিশেষজ্ঞদের মতামত, নিয়মিত ডাক্তারের কাছে গিয়ে রক্তচাপ পরীক্ষা করানো দরকার। এছাড়াও হৃদস্পন্দন পরীক্ষা করা দরকার। যদি প্রায়শই এমন সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/06/66ce8c554fe91e5375ec0b9d97910c4d98e82.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই রোগের চিকিতসা প্রসঙ্গে বিশেষজ্ঞদের মতামত, নিয়মিত ডাক্তারের কাছে গিয়ে রক্তচাপ পরীক্ষা করানো দরকার। এছাড়াও হৃদস্পন্দন পরীক্ষা করা দরকার। যদি প্রায়শই এমন সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে।
9/9
![ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/06/e6a6e21ad92fe31430451e8a2cece8d6dd7e1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 06 Mar 2022 09:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)