By : abp ananda | Updated at : 02 Jul 2022 08:35 AM (IST)
স্কিপিং
1/10
বহু সময়ই অতিরিক্ত ওজন কমানোর জন্য় স্কিপিং করার পরামর্শ দেন বহু মানুষ। কিন্তু স্কিপিং করলে কি আদৌ ওজন কমে? কী বলছেন বিশেষজ্ঞরা?
2/10
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত স্কিপিং করার অভ্যাস অত্যন্ত স্বাস্থ্যকর। এর ফলে অনেক অসুখ প্রতিরোধ করা যায়।
3/10
শরীরে জমে থাকা অতিরিক্ত ক্যালোরি ধ্বংস করার জন্য স্কিপিংয়ের জুড়ি মেলা ভার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ৩০ মিনিটে ৩৪০ ক্যালোরি ধ্বংস করতে পারে স্কিপিংয়ের অভ্যাস।
4/10
দ্রুত ওজন কমাতে স্কিপিং দারুণ কার্যকরী। অত্যধিক ওজন কমিয়ে তা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
5/10
বহু ক্ষেত্রেই পেটে জমে থাকা মেদ কমানো খুবই কঠিন হয়ে পড়ে। পেটের মেদ দ্রুত কমিয়ে দেয়। পেশি সচল রাখতে এবং পেশির গঠন সঠিক রাখতে সাহায্য করে।
6/10
ওজন কমাতে স্কিপিং করার নির্দিষ্ট একটা সময়ও রয়েছে। এমনই বলছেন বিশেষজ্ঞরা। সারাদিনে ৩০ মিনিট স্কিপিং করার অভ্যাস যথেষ্ট।
7/10
বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, সন্ধ্যের সময়ে স্কিপিং করলে তা অনেক বেশি স্বাস্থ্যকর। সন্ধ্যে ৬টা থেকে ৩০ মিনিট এই অভ্যাস নিয়মিত করলে ফল পাবেন।
8/10
তবে, স্কিপিংয়ের অভ্যাস শুধুমাত্র ওজন কমাতেই সাহায্য করে এমন নয়। এর আরও এনেক উপকারিতা রয়েছে।
9/10
স্কিপিং করলে যেমন ওজন কমে, তেমনই সুস্থ থাকে হৃদপিণ্ড। বিভিন্ন প্রকার হৃদরোগ প্রতিরোধ করার জন্য নিয়মিত এই শরীরচর্চার পরামর্শ দিচ্ছেন তাঁরা।
10/10
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।