আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে... আমাদের দেখা হোক সুস্থ শহরে। কিন্তু, মৃত্যু হারছে কই?
2/7
দেখা দিয়েছে ভ্যাকসিন সঙ্কট। কোথাও হাসপাতালে ভ্যাকসিনের আকাল... কোথাও ভোররাত থেকে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন মিলছে না বলে অভিযোগ। এই দুঃসময়ে আসার আলো দেখাচ্ছে, কানাডার ফার্মাসিউটিক্যাল ফার্ম, ‘স্যানোটাইজ’ (SaNOtize) । সংক্রমণ মোকাবিলায় একটি ন্যাজাল স্প্রে বা নাকের স্প্রে তৈরি করেছে এই সংস্থা।স্প্রেটির নাম কোরোফ্লু ওয়ানড্রপ কোভিড19।
3/7
ইতিমধ্যেই বিদেশের বেশ কয়েকটি দেশে শুরু হয়েছে এই ন্যাজাল স্প্রে-র ব্যবহার।
4/7
ইতিমধ্যেই বিদেশের বেশ কয়েকটি দেশে শুরু হয়েছে এই ন্যাজাল স্প্রে-র ব্যবহার।
5/7
এতে আছে নাইট্রিক অক্সাইট। সংস্থার দাবি, ব্যবহারের ২৪ ঘণ্টায়, ৯৫ শতাংশ ভাইরাস নষ্ট করতে সক্ষম এই স্প্রে। ৭২ ঘণ্টায় ৯৯ শতাংশ ভাইরাস খতম করতে পারে।
6/7
ভারতে কী আসবে এই ন্যাজাল স্প্রে?? সূত্রের খবর, বিশ্বের বিভিন্ন দেশের ৪-৫ হাজার জনের ওপর, ফেজ থ্রি-র ট্রায়াল করতে চায় উত্পাদনকারী সংস্থা। ভারতীয়দের ওপর পরীক্ষামূলক প্রয়োগে ইচ্ছুক তারা।
7/7
কোভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা, ভারত বায়োটেকও ন্যাজাল স্প্রে ভ্যাকসিন তৈরির পথে এগিয়েছে।ভারত বায়োটেক সূত্রে খবর, ৪ শহরের ১৭৫ জনের ওপর ইতিমধ্যেই ট্রায়াল হয়েছে। ২০২১-এর জুনে দ্বিতীয় পর্বের ট্রায়াল।