এক্সপ্লোর
Covid19 Travel: চোখ রাঙাচ্ছে কোভিড১৯! বর্ষশেষের ছুটি কাটাতে ভুলেও এই ৭ দেশে 'সফর' নয়
7 Countries To Be Avoided: বছরের শেষ প্রান্তে এসে ফের মাথাচাড়া দিয়েছে নভেল করোনাভাইরাস। এদিকে বর্ষশেষের 'ট্রিপ' হয়তো প্ল্যান করে ফেলেছেন। কিন্তু এমন পরিস্থিতিতে এই সাতটি দেশে বেড়াতে না যাওয়া ভালো।

চোখ রাঙাচ্ছে কোভিড১৯! বর্ষশেষের ছুটি কাটাতে ভুলেও এই ৭ দেশে 'সফর' নয় এখন
1/8

বছরের শেষ প্রান্তে এসে ফের মাথাচাড়া দিয়েছে নভেল করোনাভাইরাস। এদিকে বর্ষশেষের 'ট্রিপ' হয়তো প্ল্যান করে ফেলেছেন। কিন্তু এমন পরিস্থিতিতে ভুলেও অন্তত এই সাতটি দেশে বেড়াতে না যাওয়া ভালো।
2/8

তালিকায় সকলের উপরে চিন। ডিসেম্বরের প্রথম ২০ দিনের মধ্যে সে দেশের জনসংখ্যার ১৮ শতাংশই নতুন করে সংক্রমিত হয়েছেন।
3/8

চিন থেকে আসা যাত্রীদের স্ক্রিনিংয়ে এর মধ্যেই ভারত-সহ বিভিন্ন দেশ তৎপর। তাই এই সময়ে চিনে যাওয়ার কোনও পরিকল্পনা না করাই ভাল।
4/8

দ্বিতীয় অবশ্যই জাপান। সে দেশের স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, একদিনে অন্তত ৩৭১ জনের মৃত্যু হয়েছে সে দেশে। কাজেই সাবধান।
5/8

পিছিয়ে নেই আমেরিকা। গত ২৮ দিনে ১৫ লক্ষ নতুন আক্রান্তের খোঁজ মিলেছে আমেরিকায়। সুতরাং মার্কিন মুলুকে যাওয়ার পরিকল্পনা থাকলে এড়িয়ে যাওয়াই ভালো।
6/8

এবার আসা যাক দক্ষিণ কোরিয়ার কথায়। ২৩ ডিসেম্বরের পরিসংখ্যান বলছে, স্রেফ একদিনে ৬৮ হাজার নতুন সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে ওই দেশে।
7/8

আমাজন-অরণ্যের আচ্ছাদনে সুন্দর ব্রাজিলের ছবিটাও এই মুহূর্তে ভয়ঙ্কর।
8/8

জার্মানি ও ফ্রান্স নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৮ দিনে ১০ লক্ষেরও বেশি আক্রান্ত পাওয়া গিয়েছে ফ্রান্সে। সুতরাং এই দুটি দেশও এই মুহূর্তে এই এড়িয়ে যাওয়া বাঞ্ছনীয়। (ছবি:PIXABAY)
Published at : 28 Dec 2022 12:16 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
