Potato Benefits: পেটের সমস্যার সমাধান থেকে হজমে সাহায্য, একাধিক গুণ আলুতে
By : abp ananda | Updated at : 31 Dec 2021 12:25 AM (IST)
আলুর বহু গুণ
1/10
অনেকেই মনে করেন অতিরিক্ত আলু খেলে শরীরের ক্ষতি হতে পারে। কিন্তু বিশেষজ্ঞরা আবার অন্য কথা বলছেন। সঠিক নিয়ম মেনে আলু খেলে আখেরে লাভই হবে।
2/10
উচ্চ রক্তচাপ, হাইপারটেনশনের রোগীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। গবেষণায় দেখা গিয়েছে আলুতে প্রচুর পরিমাণ খনিজ পদার্থ থাকায় তা তা উচ্চ রক্তচাপ কমায়।
3/10
পটাশিয়াম হাইপারটেনশন এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমিয়ে দেয়। আলুর মধ্যে থাকা পটাশিয়াম, ভিটামিন বি৬ এবং ভিটামিন সি পাচনতন্ত্রের প্রদাহ বা জ্বালা ধরার অনুভূতি থেকে আরাম দেয়।
4/10
খুব বেশি মাত্রায় প্রোটিন-যুক্ত খাবারে কিডনিতে স্টোন হওয়ার আশঙ্কা থাকে। হাই-প্রোটিন খাবার শরীরে ইউরিক অ্যাসিডের আধিক্য বাড়ায়। আলুর মতো শিকর-জাতীয় সবজি পাথর জমার প্রবণতা আটকায়।
5/10
আলু ত্বকের জন্য ভাল। এটি বেটে কিংবা আলুর রস ত্বকে লাগালে বিভিন্ন দাগ, র্যাশ ও অন্যান্য ত্বকের সমস্যা থেকে মুক্তি মেলে
6/10
আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন 'সি' আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।
7/10
মস্তিষ্কের স্বাস্থ্যের জন্যে কার্বোহাইড্রেট, পটাসিয়াম ও গ্লুকোজ খুব জরুরি। এর সব কটি উপাদান আলুতে একত্রে থাকার কারণে মস্তিষ্ক স্বাস্থ্যকর রাখতেও আলুর ভূমিকা গুরুত্বপূর্ণ
8/10
আলুতে থাকা ফাইবার ও এন্টি-অক্সিডেন্ট শরীরের ইলেক্ট্রোলাইসিস নিয়ন্ত্রণে সাহায্য করে।
9/10
সহজে হজমে সাহায্য করে আলু। সঠিক পরিমাণে আলু খেলে ডাইরিয়া, কোষ্ঠকাঠিন্যে উপকার মেলে।
10/10
আলুতে ভিটামিন সি এবং ক্যালশিয়াম রয়েছে। যা দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভাল রাখে