এক্সপ্লোর
Lactose Intolerance : বাচ্চার দুধ সহ্য না হলে কী করবেন

বাচ্চার দুধ সহ্য না হলে কী করবেন
1/10

ল্যাকটোজ ইনটলারেন্স একটি অসুখ, যখন দুধ বা দুধজাতীয় খাবার শরীরে সহ্য হয় না। আর শিশুদের বেশিরভাগের ক্ষেত্রেই দুধটা প্রধান খাবার। অনেক বাচ্চারই দুধ সহ্য না হওয়ার ফলে সমস্যা সৃষ্টি হয়।
2/10

এক্ষেত্রে বাচ্চার খারাপ গন্ধযুক্ত মল হয়। কোনও কোনও সময় পেট ব্যথাও করে। ফলে বাচ্চা খুবই ঘ্যান ঘ্যান করে। তখনই চিন্তা হয় অভিভাবকের। খাবার হজম করতে সমস্যা তৈরি হয়।
3/10

শুধু ছোটদের নয়, বড়দেরও এই ধরনের সমস্যা হতে পারে। তবে ছোটরা যেহেতু অনেক সময় অসুবিধেটা বোঝাতে পারে না, তাই ওদের ক্ষেত্রে বিষয়টা চিন্তার।
4/10

বিস্তারিত আলোচনা শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাস প্রসূন গিরি । ক্ষুদ্রান্ত্রের মধ্যে যে ল্যাকটেজ এনজাইম ( Lactase Enzyme ) তৈরি হয়, তা দুধজাতীয় খাবার হজম করাতে সাহায্য করে।
5/10

এই ল্যাকটেজ এনজাইম কম হলে এই সমস্যা তৈরি হয়। ল্যাকটেজ এনজাইম বংশগত কারণে বা কোনও শারীরবৃত্তীয় কারণে কম থাকতে পারে।
6/10

আবার কখনও কখনও ডায়রিয়া হওয়ার পরও এই সমস্যা দেখা যায়। তখন দুধজাতীয় খাবার ক্ষুদ্রান্ত্রে ডাইজেস্ট না হয়ে বৃহদন্ত্রে চলে যায়।
7/10

সেখানে গিয়েই ঘটে বিপত্তি। তারপরই শুরু হয় পেট ব্যাথা , বমি। - ডায়রিয়া -বেশি মল ত্যাগ - দুর্গন্ধযুক্ত মল হওয়া -পেট ফুলে যাওয়া
8/10

যদি কারও একেবারেই দুধজাতীয় খাবার হজম না হয়, তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাদ দিতে হবে দুধ ও দুধজাত খাবার। এছাড়াও বাইরে থেকে Lactase Enzyme ক্যাপসুল খাওয়া যেতে পারে।
9/10

কী কী পরীক্ষা করে চিকিৎসকরা নিশ্চিত হতে পারেন, বাচ্চার ল্যাকটোজ ইনটলারেন্স হয়েছে কি না। - মলের পরীক্ষা - হাইড্রোজেন ব্রিদ টেস্ট
10/10

হঠাৎ বমি ও মলত্যাগ বারবার হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
Published at : 15 Jun 2022 07:56 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
