নিজের চিন্তাধারার উপর নিয়ন্ত্রণ না থাকলে উদ্বেগ বাড়ে। নেতিবাচক চিন্তা যত জাঁকিয়ে বসবে, তত বাড়বে উদ্বেগ। তাই, কীভাবে নেতিবাচক চিন্তা কাটাবেন সেদিকে নজর দিন।
2/9
নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন। যত বেশি কোনও অনুভূতির সঙ্গে জড়িয়ে পড়বেন, তত বেশি সেই বিষয়ে চিন্তিত হয়ে পড়বেন।
3/9
রাতে ঘুমাতে যাওয়ার সময় এবং সকালে ঘুম থেকে ওঠার সময়, নিজের জীবনে যা ভাল ঘটেছে তা নিয়ে চিন্তা করুন। তাতে মন ভাল হয়ে যাবে।
4/9
চেষ্টা করুন ব্যস্ত থাকতে। কিছু না কিছু করতে থাকুন। কোনও কাজ না করলে মনে নানারকম নেতিবাচক চিন্তা আসবে। বাড়িঘর পরিষ্কার করা, বাগানে কাজ করা, বই পড়া ইত্যাদি করতে থাকলে ব্যস্ত থাকবেন, চিন্তা দূরে থাকবে।(ছবি সৌজন্য : Pixabay)
5/9
একটা লক্ষ্য ঠিক করুন। রোজ সেটা নিয়ে কাজ করুন। দেখবেন, উদ্বেগ দূরে থাকছে।(ছবি সৌজন্য : Pixabay)
6/9
কোনও বিষয়ে চিন্তা বা উদ্বেগ থাকলে, কারও সঙ্গে তা ভাগ করে নিন। নিজের চিন্তা নিয়ে আলোচনা করলে, প্রায়ই তা কম হয়ে যায়।
7/9
এ হেল্দি মাইন্ড স্টেস ইন হেল্দি বডি। তাই নিজেকে শারীরিকভাবে ফিট রাখুন। রোজ যোগা, এক্সারসাইজ করুন। বা অন্য কোনও খেলাধূলায় যুক্ত থাকুন।(ছবি সৌজন্য : Pixabay)
8/9
হাসির কারণ খুঁজুন। এতে প্রাণবন্ত থাকবেন। চিন্তা দূরে থাকবে।
9/9
যদি কোনও নির্দিষ্ট সিনেমা বা খবর আপনাকে চিন্তিত করে তোলে, তাহলে টিভি বন্ধ করে দিন। যে জিনিসটা আপনাকে হতাশ করে তোলে, শুতে যাওয়ার আগে টিভিতে তা দেখবেন না।(ছবি সৌজন্য : Pixabay)