এক্সপ্লোর
Physical Exercise: অভ্যাসে মিলায় বস্তু...নিয়মিত শরীরচর্চায় বার্ধক্য থাকবে দূরে
Anti Ageing Hacks: নিয়মিত শরীরচর্চায় থুঁতে পারবে না বার্ধক্য। অভ্যাসে ফল মিলবে হাতেনাতে।

ছবি: ফ্রিপিক।
1/10

শুধু ত্বকের পরিচর্যা করলেই হবে না। বয়স ধরে রাখতে রোজ শরীরচর্চাও জরুরি। তবে তারও কিছু নিয়ম রয়েছে।
2/10

সময়ের পেরোলেও বয়স এক জায়গায় আটকে থাকবে, এমনটা ঘটে না। কিন্তু কিছু নিয়মিত শরীরচর্চায় চেহারায় বার্ধক্যের ছাপ পড়বে দেরিতে।
3/10

নিয়মিত শরীরচর্চা করলে, শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক থাকে। ত্বক পর্যাপ্ত অক্সিজেন পায়। ফলে বার্ধক্যের গতি শ্লথ হয়।
4/10

ত্বকের টানটান ভাব ধরে রাখতে সাহায্য করে কোলাজেন। নিয়মিত শরীরচর্চায় কোলাজেনের সংশ্লেষ স্বাভাবিক থাকে, যা কিনা এক ধরনের প্রোটিন। এতে ত্বক টানটান থাকে।
5/10

নিয়মিত শরীরচর্চায় পেশির গঠন মজবুত হয়। এতে যৌবন দীর্ঘস্থায়ী হয়। ত্বকও থাকে তরতাজা।
6/10

নিয়মিত শরীরচর্চা করলে অথবা যোগব্যায়াম করলে শরীর হয় নমনীয়। গাঁটের ব্যথা দূরে থাকে। বার্ধক্যও ছুঁতে পারে না।
7/10

নিয়মিত শরীরচর্চা করলে, মানসিক স্বাস্থ্যের উপরও ইতিবাচক প্রভাব পড়ে। দুশ্চিন্তা কমে। মন ভাল থাকে, চেহারও থাকে ঝলমলে।
8/10

শরীরচর্চা প্রদাহজনিত সমস্যা দূর করে। প্রদাহজনিত সমস্যা থেকেও ত্বক সময়ের আগে বুড়িয়ে যায়। তাই শরীরচর্চা ত্বককে সতেজ রাখে।
9/10

শরীরচর্চা করলে সহজেই ঘুম এসে যায়। পর্যাপ্ত ঘুম হলে এমনিতেই চাঙ্গা থাকে শরীর। বার্ধক্য সহজে ছুঁতে পারে না।
10/10

নিয়মিত শরীরচর্চায় শরীরে হরমোনের ভারসাম্যও স্বাভাবিক থাকে। এতে সময়ের আগে চেহারায় ছাপ ফেলতে পারে না বয়স। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 01 Nov 2023 07:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
লাইফস্টাইল-এর
Advertisement
ট্রেন্ডিং
