এক্সপ্লোর
আলমারিতে কীভাবে জামাকাপড় ঠিক রাখবেন? রইল টিপস
ফাইল ছবি
1/6

সাধারণত আমরা সুন্দর জামাকাপড় পরার দিকে বেশি নজর দিয়ে থাকি। কিন্তু আলমারি বা ওয়ার্ডরোবের মধ্যেও জামাকাপড় কীভাবে সুন্দর রাখব সেটা জেনে রাখাও দরকার। কারণ আলমারির ভেতরে জামাকাপড় পরিষ্কার এবং পোকা মুক্ত থাকাটাও প্রয়োজন। তাই আলমারি পরিষ্কার রাখার পাশাপাশি ঠিক রাখা প্রয়োজন তাতে থাকা জামাকাপড়ও। এমন কথাই বলছেন, রূপা হরিহরণ নামে পরিবেশ বান্ধব বাড়ি পরিষ্কারের পণ্য নির্মাতা।
2/6

অপরিবর্তনীয় দাগ এড়াতে ডিটারজেন্ট বা ক্লিনজার দিয়ে পোশাক পরিষ্কার করুন আলমারি। এতে সঙ্গে সঙ্গে দাগ উঠে যায়। কোণে এবং ক্রাভাইসে ধুলো জমে যাওয়ার কারণে ওয়ার্ডরোব বা আলমারি দাগ হয়ে যায়।
Published at : 14 Mar 2021 12:04 PM (IST)
আরও দেখুন






















