এক্সপ্লোর
Relationship Tips: প্রেমে বাধা হচ্ছে দূরত্ব! ঘুচে যাবে নিমেষে, শুধু ইচ্ছে থাকা চাই
Long Distance Relationship: চোখের আড়াল হলে, মনের আড়াল হতে সময় লাগে না। দূরে থেকেও সম্পর্ক বাঁচানোর চেষ্টা চালিয়ে যেতে হবে।
ছবি: পিক্সাবে।
1/9

কাছে থেকেও অনেক সময় মনের মানুষের থেকে দূরত্ব বাড়ে। পাশাপাশি বসে থাকলেও মাঝখানে অদৃশ্য দেওয়াল উঠে যায় নিজের অজান্তেই। তা পেরনোর সাহস করি না দু’জনের কেউই।
2/9

আর চোখের বাইরে থাকলে তো কথাই নেই। প্রিয় মানুষের মনের বাইরে চলে যেতে সময় লাগে না। তার মধ্যেও কিছু যুগল সম্পর্ক টিকিয়ে রাখতে সফল হন।
Published at : 10 May 2023 01:21 PM (IST)
আরও দেখুন






















