পদ্ধতি: ময়দা, কোকো পাউডার এবং বেইকিং পাউডার মিশিয়ে রাখতে হবে। অন্য একটি পাত্রে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করতে হবে।
8/10
প্রথমে তেল এবং অর্ধেক চিনি দিয়ে ফ্যাটিয়ে নিতে হবে। এরপর যোগ করতে হবে কুসুম, ভ্যানিলা এসেন্স এবং দুধ। মেশানোর পর তাতে দিতে ময়দার মিশ্রণ। ডিমের সাদা অংশ ফ্যাটিয়ে তাতে বাকি চিনি দিয়ে কুসুম মেশাতে হবে।
9/10
পুডিং বানানোর ছাঁচে ৩ টেবিল-চামচ চিনি ও ২ টেবিল-চামচ জল দিয়ে অল্প আঁচে কেরামেল বানাতে হবে। তার মধ্যে প্রথমে পুডিঙের মিশ্রণ তারপর কেকের মিশ্রণ ঢালতে হবে।
10/10
প্রি হিটেড ওভেনে ১৭০ ডিগ্রি সেলসিয়াসে ৩০ থেকে ৩৫ মিনিট বেক করতে হবে। ঠান্ডা করে ফ্রিজে এক ঘণ্টা রাখলেই তৈরি পুডিং।