এক্সপ্লোর
Beach Vacation: সমুদ্রের পাড়ে বেড়াতে যাচ্ছেন? ভাল করে গুছিয়ে নিন ব্যাগ, কী কী সঙ্গে নেবেন?
Sea Side Vacation: সমুদ্রের নোনা জলে ট্যান পড়ার সম্ভাবনা প্রবল। তাই সতর্ক থাকতে হবে। সি-সিয়াডে বেড়াতে গেলে অতি অবশ্যই সঙ্গে নিতে হবে সানস্ক্রিন। আপনার ত্বকের ধরন অনুসারে বেছে নিতে হবে সানস্ক্রিন।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

সমুদ্রের পাড়ে বেড়াতে যাচ্ছেন? তাহলে সবার আগে ভাল করে ব্যাগ গুছিয়ে নিন। ব্যাগে এবং সঙ্গে অতি অবশ্যই কী কী রাখবেন, সেদিকে নজর দেওয়া প্রয়োজন।
2/10

সমুদ্রের পাড়ে বেড়াতে যাবেন আর সমুদ্রে নেমে স্নান করবেন না, তা তো হয় না। অতএব সঙ্গে অতিরিক্ত পোশাক রাখুন। যে পোশাক পরে স্নান করবেন তা দ্রুত পাল্টে ফেলা প্রয়োজন। আর এমন পোশাক পরে সমুদ্রে স্নান করতে নামবেন যা সহজে শুকিয়ে যাবে এবং যে পোশাক আপনার কাছে আরামদায়ক।
Published at : 21 Aug 2023 11:24 PM (IST)
আরও দেখুন






















