এক্সপ্লোর
Healthy Soup for Winter: স্বাস্থ্যকর এবং সুস্বাদু ব্রকোলি-আমন্ড স্যুপ, ছোট-বড় সকলের জন্য সহজ রেসিপি
ছবি: পিক্সাবে।
1/11

একে করোনার জন্য বাড়তি খাটনি। তার উপর শীতকালে বাড়ি ফিরে রান্নার ঝক্কি। তাই বলে কি রাতের খাওয়া বাদ দেবেন!
2/11

চটজলদি পেট ভরবে আবার প্রয়োজনীয় পুষ্টিও শরীরে যাবে, এমনই স্যুপের সজর রেসিপি রইল। বাটিতে চুমুক দিয়েই নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারেন।
3/11

উপকরণ: ভেজটেবল ব্রথ বা সবজি এবং ভেষজ ফুটিয়ে বার করা জল, ব্রকোলি, আমন্ড, স্কিমড মিল্ক, লবণ, গোলমরিচ গুঁড়ো।
4/11

প্রণালী: পরিমাণ মতো ব্রকোলি নিয়ে ছোট ছোট করে কেটে নিন। ৫-৬ মিনিট স্টিমে বসিয়ে রাখুন।
5/11

image 6
6/11

স্টিমড ব্রকোলি, ভেজটেবল ব্রথ, আমন্ড এবং স্কিম একসঙ্গে নিয়ে ব্লেন্ডারে রাখুন। তাতে স্বাদ মতো লবণ এবং গোলমরিচ গুঁড়ো যোগ করুন।
7/11

ভাল করে সবকিছু পেস্ট করে নিন। এ বার একটি পাত্রে পুরো মিশ্রণটি ঢেলে নিন।
8/11

কড়াই বা যে কোনও পাত্র নিয়ে বসিয়ে দিন গ্যাস ওভেনে। পুরো মিশ্রণটি তার মধ্যে ঢেলে দিন। অল্প আঁচে ফুটতে দিন।
9/11

ঘন হয়ে এলে নামিয়ে নিন আঁচ থেকে। এ বার বাটি বা প্লেটে ঢেলে নিন। পরিবেশনের আগে রোস্ট করে রাখা আমন্ড কুচি ছড়িয়ে দিতে পারেন উপরে।
10/11

প্রোটিনে ভরপুর এই স্যুপ বাচ্চাদের জন্যও উপকারী। রাতের খাবার হিসেবে তো বটেই, সন্ধ্যা বেলা খেলে ফেরার পরও দিতে পারেন।
11/11

স্বাদ বাড়াতে স্যুপের মধ্যে পেঁয়াজ, রসুনও যোগ করতে পারেন। ব্রকোলি শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। ক্যানসার এবং হৃদযন্ত্রের রোগ থেকে রক্ষা করে। আমন্ড কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখে।
Published at : 15 Jan 2022 09:20 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























