এক্সপ্লোর
Health Tips: বেলাগাম নুনে কোপ পড়বে আয়ুতে, সাবধান করছে গবেষণা
নিজস্ব চিত্র
1/10

রান্নায় স্বাদ আনার জন্য় অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল নুন। প্রয়োজনে মশলা থেকে লঙ্কা, বাদ দেওয়া যায় সব কিছুই। কিন্তু নুন বাদ দেওয়া যাবে না কিছুতেই।
2/10

কিন্তু যে কোনও প্রয়োজনীয় জিনিসেরই মাত্রা খুব গুরুত্বপূর্ণ। স্বাদের জন্য এত প্রয়োজনীয় নুন যদি মাত্রাছাড়া ব্যবহার হয় তাহলে তা গুরুতর অসুস্থতা ডেকে আনতে পারে।
Published at : 15 Jul 2022 06:03 PM (IST)
আরও দেখুন






















