এক্সপ্লোর
Desi Super Drinks: ঘরোয়া পানীয়েই সম্পূর্ণ পুষ্টি! কী কী থাকবে সেই তালিকায়?
Health Tips: প্রতিদিন রান্নার কাজে ব্যবহার হয় এমন সামগ্রী দিয়েই তৈরি হবে সম্পূর্ণ ভারতীয় এই পানীয়গুলি
নিজস্ব চিত্র
1/10

উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারের কথা এলেই আমরা ভাবতে থাকি কীভাবে ভিটামিন, প্রোটিন পাব। কোন কোন খাবার থেকে সহজেই পুষ্টি মিলবে। Minerals থেকে অ্যান্টিঅক্সিড্যান্ট-সব কিছু নিয়েই আমরা খোঁজ করতে থাকি। এই পুষ্টি সহজেই পাওয়া যাবে কিছু পানীয় থেকে।
2/10

প্রতিদিন খাবারের সঙ্গে সেগুলি নিলে পুষ্টিগুণ তো মিলবেই, তার সঙ্গে শরীরে জলের পরিমাণেও ভারসাম্য থাকবে। কোনও দামি বা দুষ্প্রাপ্য জিনিস নয়, সাধারণ বাজার-হাট থেকেই মিলবে সেই সামগ্রী। প্রতিদিনের জীবনে ক্লান্তি দূর করতে, এনার্জি পেতে এবং পর্যাপ্ত পুষ্টি পেতে ভরসা করা যাবে সেই পানীয়গুলিতে।
Published at : 06 Feb 2023 11:12 PM (IST)
আরও দেখুন






















