এক্সপ্লোর
দু-বেলার ডায়েটে হোয়াইট চকোলেট, কী উপকার জানুন ক্লিক করে
মেদ কমাতে সাহায্য করবে হোয়াইট চকোলেট
1/7

সুন্দর চেহারা পেতে কতই না স্বার্থত্যাগ! কেউ পছন্দের বিরিয়ানি ছাড়েন, কেউ পিৎজা, কেউ আবার মন জুড়ানো ঘি-ভাতের মায়াও ত্যাগ করেন। আর চকোলেট, মিষ্টি এসব তো রয়েছেই। ডায়েট লিস্টে এসব নৈব নৈব চ।
2/7

কাজেই সুন্দর ছিপছিপে চেহারা পেতে কী কী না করে থাকি আমরা। পছন্দের সব খাবার বাদ দিয়ে, সবজি, ডাল, সেদ্ধ ইত্যাদি খেয়েই দিন গুজরান। তবে গবেষণা কিন্তু অন্য কথাই বলছে। যা একটু হলেও আপনার ডায়েটিং-এ টুইস্ট আনবেই আনবে।
Published at : 06 Jul 2021 09:19 PM (IST)
আরও দেখুন






















