এক্সপ্লোর
Hypertension and Foods: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কী রাখবেন খাবারের তালিকায় ?
ফাইল ছবি
1/7

উচ্চ রক্তচাপ। অনেকে বলেন, "সাইলেন্ট কিলার"। ভারতের একটা বড় অংশের মানুষ এই রোগে আক্রান্ত। ব্লাড প্রেসার বিপজ্জনক অবস্থায় পৌঁছালেও যার উপসর্গ দেখা যায় না। এর জেরে অনেক সময় রোগী হৃদরোগে আক্রান্ত বা স্ট্রোক হতে পারে।
2/7

আধুনিক জীবনযাত্রা এবং কাজের চাপ। এরসঙ্গে জুড়েছে অতিমারি। যার জেরে চালু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম। বাড়ি থেকে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে গিয়ে মানুষের শরীরে নানা জটিলতা দেখা যাচ্ছে। সেই তালিকায় রয়েছে হাইপারটেনসন। উচ্চ রক্তচাপের কয়েকটি উপসর্গের মধ্যে রয়েছে- দৈনন্দিন মাথায় যন্ত্রণা, নাক দিয়ে রক্ত পড়া এবং শ্বাস-প্রশ্বাসের ঘাটতি। বেঙ্গালুরুর অ্যাপোলো স্পেকট্রা হাসপাতালে ডায়েটিসিয়ান শরণ্য়া এস শাস্ত্রী IANSlife-কে জানিয়েছেন, দৈনন্দিন খাবারের তালিকায় কয়েকটি জিনিসকে রাখলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যাবে। সেগুলি হল-
Published at : 22 Jun 2021 02:58 PM (IST)
আরও দেখুন






















