এক্সপ্লোর
Lifestyle:গরমে কী খাবেন ডায়াবিটিস রোগীরা?
Diabetes In Summer:গ্রীষ্মকাল মানে শুধুই অসহ্য তাপে ঝলসে যাওয়ার অস্বস্তি নয়। তীব্র গরমে এই সময়ে নানা ধরনের গুরুতর শারীরিক ইশারীরিক সমস্যাও দেখা দিতে পারে।
গরমে কী খাবেন ডায়াবিটিস রোগীরা?
1/8

গ্রীষ্মকাল মানে শুধুই অসহ্য তাপে ঝলসে যাওয়ার অস্বস্তি নয়। তীব্র গরমে এই সময়ে নানা ধরনের গুরুতর শারীরিক ইশারীরিক সমস্যাও দেখা দিতে পারে।
2/8

বিশেষত যাঁদের ডায়াবিটিসের সমস্যা রয়েছে, তাঁদের রক্তে সুগার নিয়ন্ত্রণ এই সময়ে চিন্তার বড় কারণ হতে পারে। সেক্ষেত্রে খাওয়াদাওয়ার দিকে বিশেষ নজর দেওয়া দরকার। তালিকায় যেন চিনি ছাড়া লেমনেড অবশ্যই থাকে।
3/8

'সবজির জুস'-ও এই সময়ে দেহে জলের ভারসাম্য বজায় রাখতে করে।
4/8

ডাবের জলও খেতে পারেন, তবে খেয়াল রাখা দরকার যেন ডায়াবিটিস রোগীরা কোনও ভাবেই চিনি মেশানো কোনও কৃত্রিম পানীয় না সেবন করেন।
5/8

মরশুমি ফলও খাওয়া দরকার। তরমুজে যেমন জলীয় অংশ অনেকটাই। তাই দেহের জলের মাত্রা বজায় রাখতে সাহায্য করে।
6/8

একই নিয়ম রয়েছে পেঁপের ক্ষেত্রেও। তবে দুটি বিষয় মনে রাখা দরকার। মরসুমি ফল পরিমাণে ঠিক কতটা খাওয়া যাবে বা আদৌ খাওয়া যাবে কিনা, সেটি কিন্তু বিশেষজ্ঞই সবচেয়ে ভাল বলতে পারবেন।
7/8

এছাড়া খাবারের তালিকায় বাটারমিল্ক যেন থাকে। শরীর ঠান্ডা করে হজমে সাহায্য় করে বাটারমিল্ক।
8/8

এছাড়া ফলের স্যালাড খাওয়া যেতে পারে। তবে খাবারের তালিকা কোনও পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী তৈরি করলেই সবচেয়ে ভাল।
Published at : 21 Apr 2023 02:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























