Walnut: হার্টের জন্য উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রোজ আখরোট খাচ্ছেন তো?
হার্টের জন্য উপকারি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রোজ আখরোট খাচ্ছেন তো?
By : ABP Ananda | Updated at : 28 Mar 2023 12:37 AM (IST)
আখরোটের উপকারিতা
1/10
আখরোট ওমেগা-৩ ফ্যাটি অ্য়াসিড, কপার, ম্যাঙ্গানিজ, মলিবডিস এবং বায়োটিন সমৃদ্ধ
2/10
ওমেগা ৩ একটি খুব গুরুত্বপূর্ণ পৌষ্টিক উপাদান, যা অনেক রোগ প্রতিরোধে সক্ষম। আখরোটের মধ্যে গুড ফ্যাট রয়েছে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
3/10
আখরোটে থাকা রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যাজমা, আর্থ্রাইটিস এবং চর্মরোগ যেমন একজিমা ইত্যাদি থেকে রক্ষা করে।
4/10
আখরোটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ফিনোল, ভিটামিন ই, গেলিক অ্যাসিড ইত্যাদি কোলেস্টেরলের মাত্রা কমায়।
5/10
আখরোটের মধ্যে থাকা অ্যালজিজিক অ্যাসিড এক প্রকারের অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
6/10
আখরোটে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের বেশি পরিমাণে থাকায়, এটি মস্তিস্কের কোষে প্রবেশ করা পুষ্টিকরণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং অবশিষ্ট কোষ গুলিকে বাইরে বের করে দেয়।
7/10
ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ছাড়াও এটি হৃদরোগের ঝুঁকি কমায়, এবং রক্ত সঞ্চালন নিয়মিত করে। এটি শরীরের বিভিন্ন অঙ্গের রক্তকে সঠিক ভাবে চলাচল করতে সাহায্য করে।
8/10
আখরোটে থাকা ম্যাঙ্গানিজ এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। আখরোট গ্যাস্ট্রিক সমস্যাকেও প্রতিরোধ করে।
9/10
আখরোটের মধ্যে থাকা মেলাটোনিন এক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট
10/10
আখরোটের মধ্যে থাকা ল্যাক্সেটিভ কোষ্ঠকাঠিন্য কম করতে সাহায্য করে।