এক্সপ্লোর
Red Spinach: শীতকালে লাল শাক খেলে কী হয়? খাওয়া কি ভাল?
Diet Recipe: শীতকালে লাল শাক খেলে কী হয়? খাওয়া কি ভাল?
শীতকালীন ডায়েটে লালশাক রাখার উপকারিতা কী কী ?
1/8

শীতের হাওয়া বইতে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সবুজ শাক-সবজির আধিক্য দেখা যায়, যা আমাদের মৌসুমী খাদ্যের প্রধান উপাদান হয়ে ওঠে। এই সময় পালং শাক সাধারণত বেশি খাওয়া হয়। মেথি শাকও খাওয়া হয়। এই সবুজ শাকগুলোর অনেক উপকারিতা রয়েছে। তবে শুধু সবুজ শাক নয়, লালশাকেও আছে প্রচুর পুষ্টিগুণ। শীতের সময়ে সবুজ শাকের পাশাপাশি পাতে থাকুক লালশাকও।
2/8

লালশাকে ভিটামিন এ এবং সি, ফাইবার, ফোলেট, আয়রন এবং ক্যালসিয়ামসহ অনেক পুষ্টি থাকে। যা আমাদের শরীরের জন্য অনেক উপকারিতা নিয়ে আসে। নিয়মিত লালশাক খেলে তো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।
Published at : 01 Dec 2023 03:02 PM (IST)
আরও দেখুন






















