এক্সপ্লোর
Summer Skin Care Tips: গরমের মরশুমে দিনভর ত্বক আর্দ্র রাখতে চাইলে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলা প্রয়োজন? দেখে নিন
Summer Skin Care Routine:
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

গরমের দিনে ত্বক আর্দ্র রাখতে চাইলে ব্যবহার করুন ফেস মিস্ট। তীব্র গরমে যাঁদের রোজ বাড়ির বাইরে বেরোতে হয় তাঁরা ব্যাগে রাখুন ফেস মিস্টের একটা শিশি। মাঝে মাঝে মুখে স্প্রে করে নিলে আরাম পাবেন এবং ফ্রেশ লাগবে আপনার।
2/10

গরমের দিনে ত্বক খুব অল্পেই তেলতেলে হয়ে যায়। তার উপর নোংরা জমে গেলে চিটচিটে ভাব দেখা যায়। এক্ষেত্রে ফেস মিস্ট ত্বকের সিবাম উৎপাদনের পরিমাণ নিয়ন্ত্রণ করে। তার ফলে সেভাবে তেলতেলে হয় না। এর পাশাপাশি ত্বক আর্দ্র রাখে গরমের দিনে।
Published at : 11 Apr 2024 09:51 PM (IST)
আরও দেখুন






















