এক্সপ্লোর
Onion: কাঁদাচ্ছে পেঁয়াজ? এই উপায়ে মিলবে ১০০% মুক্তি
Kitchen Tips: এমন সমস্যা যখন আছে, তখন তার সমাধানও রয়েছে বৈকি। কীভাবে?
নিজস্ব চিত্র
1/9

ভারতীয় রান্নাঘরে পেঁয়াজ সবসময়ের সঙ্গী। রান্নার জন্য সবজি কাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, কঠিনও বটে। কিন্তু পেঁয়াজ কাটার প্রসঙ্গ এলেই চোখে জল আসতে বাধ্য। শুধু পরিশ্রমের কারণেই নয়- পেঁয়াজের ঝাঁঝে আক্ষরিক অর্থেই জল আসে চোখে। শুধু যে কাটে সেই নয়, আসপাশের লোকজনেরও সেই দশাই হয়।
2/9

পেঁয়াজ কাটলেই যে চোখের জলের বাঁধ ভাঙে তার পিছনে রয়েছে রাসায়নিকের খেলা। পেঁয়াজে রয়েছে syn-propanethial-S-oxide - নামের একটি রাসায়নিক, যা চোখের অশ্রুগ্রন্থি (Lachrymal glands)-কে উদ্দীপিত (Stimulate) করে।
Published at : 19 Dec 2023 05:30 AM (IST)
আরও দেখুন






















