তারকারা ত্বকের পরিচর্যা একটু বেশিই করেন হয়ত। তবে শিশিরের মতো উজ্জ্বল ত্বকের অধিকারী হতে শিখে নেওয়া উচিত মেকআপের সঠিক কৌশলও।
4/10
বাড়ি থেকে বেরনোর আগে মুখ এক্সফোলিয়েট করুন। জোরে জোরে স্ক্রাব ঘষবেন না মুখে। বরং হালকা হাতে ডেড সেল তুলে ফেলুন।
5/10
ডেড সেলের নীচে চাপা পড়ে থাকায় আমাদের ত্বক নিষ্প্রভ দেখায়। ত্বকের ঔজ্বল্য ফেরাতে তাই এক্সফোলিয়েশন জরুরি
6/10
বাড়ি থেকে বেরনোর আগে সানস্ক্রিন মাস্ট। শুধুমাত্র রোদ থেকে রক্ষা পেতে নয়, ত্বকের তরতাজা ভাব ধরে রাখার জন্যও।
7/10
সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে এসপিএফ ৩০-এর উপরই জোর দেন বিশেষজ্ঞরা। তবে ত্বকের ধরন অনুযায়ী বেছে নিতে পারেন। সানস্ক্রিন দীর্ঘস্থায়ী হোক যদি চান, সে ক্ষেত্রে সানস্ক্রিনের দুই প্রলেপ লাগান।
8/10
সানস্ক্রিনের উপর ফেস মিস্ট স্প্রে করুন। এতে ঝকঝকে দেখতে লাগবে ত্বক। তার উপর লিকুইড বেসড মেকআপ ব্যবহার করুন।
9/10
লিপস্টিকের পরিবর্তে ব্যবহার করুন লিপ টিন্ট। অথবা ভাল কোনও লিপ গ্লস। এতে ঠোট শুষ্ক বলে অনুভূত হবে না।
10/10
সময়ের সঙ্গে সঙ্গে মেকআপের ধরনও পাল্টায়। আজকাল যেমন জমকালো মেকআপের জনপ্রিয়তা নেই। তার চেয়ে স্বাভাবিক ঔজ্জ্বল্যের উপরই জোর দেন সকলে।