এক্সপ্লোর
Relationship Tips: হঠাৎই মেসেজ করছেন প্রাক্তন? কারণ হতে পারে একাধিক, আবেগে ভেসে না গিয়ে সাবধানী হোন
Ex Messaging Again: এক নয়, একাধিক কারণে নতুন করে যোগাযোগ করে থাকতে পারেন প্রাক্তন। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।
1/10

সম্পর্কের সুতো একবার ছিঁড়ে গেলে জোড়া লাগানো মুশকিল। কিন্তু প্রাক্তনের জীবনে ফিরে আসার ঘটনা বিরল হলেও, অসম্ভব নয় একেবারেই।
2/10

কিন্তু প্রাক্তন নতুন করে যোগাযোগ করার অর্থ এই নয় যে, তিনি আবারও পুরনো সম্পর্ক জোড়া লাগাতে চাইছেন। হঠাৎ যদি প্রাক্তন ফের মেসেজ করেন, তা নিয়ে আকাশ-পাতাল না ভাবাই শ্রেয়। হঠাৎ কেন প্রাক্তন মেসেজ করতে শুরু করলেন, তা নিয়ে কৌতূহল থাকাউ স্বাভাবিক। এর কিছু সম্ভাব্য কারণ রইল-
3/10

হতে পারে অপরাধ বোধ থেকেই আবার মেসেজ করছেন প্রাক্তন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর হয়ত মনে অপরাধ বোধ রয়ে গিয়েছেন, যা তাঁকেও বিব্রত করে। আপনার সঙ্গে কথা বলে তা লাঘবের চেষ্টা করতে মেসেজ করে থাকতে পারেন তিনি। আপনার থেকে নিশ্চয়তা পাওয়ার চেষ্টা যে, সব ঠিক আছে।
4/10

সম্পর্ক মানে শুধুমাত্র শারীরিক আকর্ষণ নয়, বিশ্বস্ত বন্ধুরও প্রাপ্তি। সম্পর্কে পরস্পরকে নির্দ্বিধায় অনেক কিছু বলা যায়। সম্পর্ক ভাঙার পর সেই বন্ধুত্বের অভাব বোধ করেন অনেকে। শুধুমাত্র বন্ধুত্বের তাগিদ থেকেও যোগাযোগ করতে পারেন প্রাক্তন।
5/10

দীর্ঘদিন সম্পর্কে থাকার পর একলা হয়ে গেলে বিপাকে পড়েন অনেকেই। কিছুদিন চলার পর একঘেয়ে লাগতে শুরু করে। পুরনো, চেনা মানুষের কাছেই আবার ফিরতে মন চায়। সেই থেকেও যোগাযোগ করতে পারেন প্রাক্তন। ফাঁকা সময়েই এসব মনে পড়ে। কাজে ব্যস্ত হয়ে গেলে একেবারেই পিছন ফিরে তাকান না।
6/10

সদ্য সদ্য ব্রেকআপ হলে অনেক সময় রাগ প্রকাশ করতেও যোগাযোগ করতে পারেন প্রাক্তন। কী ছিল, কী হতে পারত, কার দোষ, কার দোষ নয়, এসব নিয়ে হিসেব নিকেশ মিটিয়ে ফেলতে চান তাঁরা। সেই থেকেও নতুন করে যোগাযোগ করতে পারেন।
7/10

শুধুমাত্র কৌতূহলের বশেও প্রাক্তন মেসেজ করতে পারেন প্রাক্তন। আপনি কেমন আছেন তাঁকে ছাড়া, জীবনে নতুন কেউ এসেছেন কি না, সেটাই জানাতে আগ্রহী হন। তার জন্যও যোগাযোগ করতে পারেন।
8/10

পুরনো সম্পর্ক ভুলে আপনি হয়ত এগিয়ে গিয়েছেন জীবনে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেভাবে আর খবরাখবর নেননি তাঁর। একরকম হিংসের বশবর্তী হয়েও প্রাক্তন নতুন করে যোগাযোগ করতে পারেন। আপনি তাঁকে ভুলে গিয়েছেন, সেটা হয়ত মোনে নিতে পারেন না তিনি।
9/10

আপনাকে ব্যাকআপ প্ল্যান ভেবেও নতুন করে যোগাযোগ করতে পারেন প্রাক্তন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর হয়ত অনেক দিন স্বাভাবিক হতে পারেননি আপনি। এখনও হয়ত তাঁর কথা উঠলে আপনি অস্থির হয়ে ওঠেন এবং তিনি নিজেও তা বিলক্ষণ জানেন। অন্য কারও সঙ্গে যদি সম্পর্ক না জমে, সেক্ষেত্রে আবারও আপনার কাছে ফিরে আসা তাঁর পরিকল্পনার অংশ হতে পারে।
10/10

নিজের ভুল বুঝতে পেরেও নতুন করে যোগাযোগ করতে পারেন প্রাক্তন। নতুন করে সম্পর্ক জোড়া লাগানো সম্ভব না হলে, হয়ত পুরনো ভুলের জন্য ক্ষমা চাইতে চান তিনি। আবার শুধুমাত্র নেশার ঘোরেও যোগাযোগ করতে পারেন প্রাক্তন। তাই আবেগে ভেসে যাওয়ার আগে দু'বার ভাবুন। ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
Published at : 28 Nov 2024 05:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
