এক্সপ্লোর
Relationship Tips: হঠাৎই মেসেজ করছেন প্রাক্তন? কারণ হতে পারে একাধিক, আবেগে ভেসে না গিয়ে সাবধানী হোন
Ex Messaging Again: এক নয়, একাধিক কারণে নতুন করে যোগাযোগ করে থাকতে পারেন প্রাক্তন। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

সম্পর্কের সুতো একবার ছিঁড়ে গেলে জোড়া লাগানো মুশকিল। কিন্তু প্রাক্তনের জীবনে ফিরে আসার ঘটনা বিরল হলেও, অসম্ভব নয় একেবারেই।
2/10

কিন্তু প্রাক্তন নতুন করে যোগাযোগ করার অর্থ এই নয় যে, তিনি আবারও পুরনো সম্পর্ক জোড়া লাগাতে চাইছেন। হঠাৎ যদি প্রাক্তন ফের মেসেজ করেন, তা নিয়ে আকাশ-পাতাল না ভাবাই শ্রেয়। হঠাৎ কেন প্রাক্তন মেসেজ করতে শুরু করলেন, তা নিয়ে কৌতূহল থাকাউ স্বাভাবিক। এর কিছু সম্ভাব্য কারণ রইল-
Published at : 28 Nov 2024 05:17 PM (IST)
আরও দেখুন






















