এক্সপ্লোর
Post Lunch Nap: খামোকা বাঙালির ভাতঘুমের বদনাম! দুপুরে গড়িয়ে নেওয়ার সুফল অনেক, বলছেন চিকিৎসকরাই
Health Tips: বাঙালির ভাতঘুমের বদনাম রয়েছে ঢের। কিন্তু দুপুরের ঘুম মোটেও খারাপ অভ্যাস নয়, বলছেন চিকিৎসকরাই।
ছবি: পিক্সাবে।
1/11

বাঙালির সঙ্গে জুড়ে গিয়েছে ভাতঘুমের তত্ত্ব। বাড়িতে থাকুন অথবা অফিসে, দুপুরে পেট ভরে খাওয়ার পর চোখ খুলে রাখাই দায় হয়। আলস্য ভেবে তা কাটিয়ে ওঠার চেষ্টাই করি আমরা।
2/11

কিন্তু ভাতঘুম বা দুপুরে খাওয়ার পর যে ঘুম পায়, তার ইতিবাচক দিকও রয়েছে। চিকিৎসকদের একাংশের মতে, দুপুরে খাওয়ার পর খানিক ক্ষণ ঘুমিয়ে নিলে শরীর এবং মন ঝরঝরে লাগে।
Published at : 29 Mar 2023 03:15 PM (IST)
আরও দেখুন


















