প্রিয়ঙ্কা চোপড়া- অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া শুধু অভিনয় নয়, অন্যান্য মাধ্যম থেকেও উপার্জন করেন। সম্প্রতি তিনি রেস্তোরাঁ ব্যবসাতেও নেমেছেন। আমেরিকার নিউইয়র্কে সোনা নামের একটি রেস্তোরাঁর সূচনা করেছেন তিনি। (ছবি-সোশ্যাল মিডিয়া)
2/6
দিনো মোরিয়া- এখন অভিনয় থেকে কার্যত অনেকটাই দূরে দিনো মোরিয়াকে সম্প্রতি তাণ্ডব ওয়েব সিরিজে দেখা গিয়েছিল। অভিনয় থেকে দূরে থাকলেও রেস্তোরাঁর ব্যবসা থেকে বেশ ভালো আয় করেন তিনি। মুম্বই ক্রেপ স্টেশন নামে তাঁর একটি ক্যাফে রয়েছে। এই ক্যাফে দারুণ সুসজ্জিত। (ছবি-সোশ্যাল মিডিয়া)
3/6
আশা ভোঁসলে- দেশের সুবিখ্যাত গায়িকার কণ্ঠের জাদুতে মুগ্ধ শ্রোতারা। গানের সঙ্গে খাওয়াদাওয়াও পছন্দ করেন তিনি। অন্যদের খাওয়াতেও ভালোবাসেন। তিনি আশা নামে একটি রেস্তোরাঁ খুলেছেন, যা পুরোপুরি একটি চেন রেস্তোরাঁ। শুধু ভারতেই নয়, বিদেশেও তাঁর রেস্তোরাঁ রয়েছে। (ছবি-সোশ্যাল মিডিয়া)
4/6
ববি দেওল-মুম্বইতে অভিজাত এলাকা আন্ধেরিতে সামপ্লেস নামে একটি হোটেল রয়েছে, যা খুবই সুদৃশ্য। ইউরোপীয় ও চাইনিজ এখানকার বিশেষ ডিশ। (ছবি-সোশ্যাল মিডিয়া)
5/6
শিল্পা শেট্টি-অভিনয়ের পাশাপাশি ফিটনেস অ্যাপ থেকে ও টিভি শো-র জাজ হিসেবেও অর্থোপার্জন করেন তিনি। এছাড়াও এখন তিনি রেস্তোরাঁ-র ব্যবসাও শুরু করেছেন। চলতি বছরেই মুম্বইতে একটি রেস্তোরাঁর সূচনা করেছেন তিনি। এর নাম বাস্তেন চেইন। (ছবি-সোশ্যাল মিডিয়া)
6/6
সুনীল শেট্টি-বলিউডের সফল অভিনেতা সুনীল শেট্টির মুম্বইতে শুধু রেস্তোরাঁই নয়, বারও রয়েছে, যার নাম এইচ ২০। তাঁর রেস্তোরাঁর নাম মিসচিফ রেস্তোরাঁ। (ছবি-সোশ্যাল মিডিয়া)