এক্সপ্লোর
Life Lessons: সবেতেই খুঁত খুঁজে পান, উঠতে বসতে সমালোচনা, আপনার সাফল্যে কি হিংসে হচ্ছে অন্যের! বুঝুন লক্ষণ দেখে
Jealousy: জীবনে সকলে আপনার মঙ্গল চাইবেন, এমন কোনও বাধ্যবাধকতা নেই। বরং কেউ হিংসে করছে কিনা, বুঝুন লক্ষণ দেখে।
ছবি: ফ্রিপিক।
1/10

যাঁদের কাছের মানুষ বলে ভাবি আমরা, তাঁরা মঙ্গল চাইবেন, উন্নতিতে খুশি হবেন, এমনটাই কাম্য। কিন্তু কখনও কখনও তাঁদের আচরণ দেখেই সন্দেহ জাগে মনে। মনে হয় সামনের জন কি তাহলে হিংসে করছেন!
2/10

এমন মনে হওয়া মোটেই অস্বাভাবিক নয়। কাছের মানুষকে সন্দেহ করতেও কোথাও একটা বাধে আমাদের। কিন্তু সামনের জনের অভিসন্ধি বুঝতে চাওয়া এবং আগে থেকে সতর্ক হয়ে যাওয়ার মধ্যে কোনও দোষ নেই। তাই কিছু লক্ষণ দেখলে সতর্ক হয়ে যান।
Published at : 06 Aug 2023 04:09 PM (IST)
আরও দেখুন






















