এক্সপ্লোর
Skin Care Tips: ত্বকের কালচে দাগছোপ দূর হবে রান্নাঘরে থাকা জিনিসেই, কী কী ব্যবহার করলে সহজে পাবেন উপকার?
Home Made Face Pack: সাধারণত আমাদের বাড়িতে রান্নাঘরে যে সমস্ত উপকরণ থাকে, সেগুলি ব্যবহার করলেই আপনি ধরে রাখতে পারবেন ত্বকের জেল্লা। দূর হবে যাবতীয় কালচে দাগছোপ। কী কী ব্যবহার করবেন, দেখে নিন।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

ত্বকের কালচে দাগছোপ দূর করতে বাড়িতে সবচেয়ে সহজে ফেসপ্যাক তৈরি করতে পারেন বেসন এবং হলুদ দিয়ে। দুধ কিংবা দইয়ের মধ্যে বেসন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে হবে।
2/10

সপ্তাহে ২ থেকে ৩ দিন এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। স্নানের আগে লাগিয়ে নিন মুখে এবং গলায় ও ঘাড়ে। মিনিট ১৫ রাখার পর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। চাইলে ভেজা তুলো কিংবা নরম কাপড় দিয়ে মুছেও নিতে পারেন।
Published at : 25 May 2025 08:14 AM (IST)
আরও দেখুন






















