এক্সপ্লোর
Healthy Diet: উদ্বেগ দূরে রাখতে নজর ডায়েটেও
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/26/49c9eb4d6819c5918f0c19859becdc92_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতীকী ছবি
1/9
![মানসিক স্বাস্থ্য নিয়ে এখন নানা জায়গায় নানাভাবে আলোচনা চলছে। মানসিক স্বাস্থ্যের কথা বললেই সামনে আসে Anxiety বা উদ্বেগজনিত সমস্যার কথা। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের অন্তত ৭.৬ শতাংশ বাসিন্দা এই সমস্যা ভোগেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/17/330a5486c922f44f876a075ce50c9c079a368.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মানসিক স্বাস্থ্য নিয়ে এখন নানা জায়গায় নানাভাবে আলোচনা চলছে। মানসিক স্বাস্থ্যের কথা বললেই সামনে আসে Anxiety বা উদ্বেগজনিত সমস্যার কথা। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের অন্তত ৭.৬ শতাংশ বাসিন্দা এই সমস্যা ভোগেন।
2/9
![বিশেষজ্ঞরা জানাচ্ছেন, anxiety-তে ভুগলে সারাক্ষণ স্ট্রেস বা মানসিক চাপ থাকে। কোনও না কোনও কিছু নিয়ে উদ্বেগ চলতেই থাকে। সবসময় দুশ্চিন্তা হয়ে থাকে। সব মিলিয়ে দৈনন্দিন কাজে প্রভাব পড়ে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/17/4c8e3a072bd754b6cc3b474ec25639f019eaa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, anxiety-তে ভুগলে সারাক্ষণ স্ট্রেস বা মানসিক চাপ থাকে। কোনও না কোনও কিছু নিয়ে উদ্বেগ চলতেই থাকে। সবসময় দুশ্চিন্তা হয়ে থাকে। সব মিলিয়ে দৈনন্দিন কাজে প্রভাব পড়ে।
3/9
![ব্যায়াম, প্রাণায়ামের মাধ্যমে সমস্যার সুরাহা মেলে। এগুলো ছাড়াও উপযুক্ত পুষ্টিও anxiety disorder-এর ক্ষেত্রে সাহায্য করে থাকে। প্রয়োজনীয় পুষ্টিপদার্থ পেলে এই সমস্যা এড়ানো যায় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পালংশাক, বিট, ব্রকোলি-এই ধরনের সব্জি অ্যাংজাইটি কমাতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/17/9e00ff452686d878f0a7d368d4b713c5d04fc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ব্যায়াম, প্রাণায়ামের মাধ্যমে সমস্যার সুরাহা মেলে। এগুলো ছাড়াও উপযুক্ত পুষ্টিও anxiety disorder-এর ক্ষেত্রে সাহায্য করে থাকে। প্রয়োজনীয় পুষ্টিপদার্থ পেলে এই সমস্যা এড়ানো যায় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পালংশাক, বিট, ব্রকোলি-এই ধরনের সব্জি অ্যাংজাইটি কমাতে পারে।
4/9
![যেকোনও বেরিজাতীয় ফলই উপকারী। বিশেষকরে ব্লুবেরি। এতে অ্যান্টি-অক্সিড্যান্ট ও ভিটামিন সি এবং বেশ কিছু খনিজ পদার্থ সুরাহা দিতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/17/0f8ab1e0bdba76b7cfc87d76b7122b56febae.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যেকোনও বেরিজাতীয় ফলই উপকারী। বিশেষকরে ব্লুবেরি। এতে অ্যান্টি-অক্সিড্যান্ট ও ভিটামিন সি এবং বেশ কিছু খনিজ পদার্থ সুরাহা দিতে পারে।
5/9
![প্রোটিন ও অ্যামাইনো অ্য়াসিড শরীরে নানা ভাবে প্রভাব ফেলে। mood-lifting neurotransmitters যেমন সেরোটোনিন (Serotonin) বৃদ্ধি পেলে অ্যাংজাইটির সমস্যায় সুরাহা মেলে। বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন ও অ্যামাইনো অ্য়াসিড থাকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/17/f0981a07d407fb80488f7a4b24ead1a871a09.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রোটিন ও অ্যামাইনো অ্য়াসিড শরীরে নানা ভাবে প্রভাব ফেলে। mood-lifting neurotransmitters যেমন সেরোটোনিন (Serotonin) বৃদ্ধি পেলে অ্যাংজাইটির সমস্যায় সুরাহা মেলে। বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন ও অ্যামাইনো অ্য়াসিড থাকে।
6/9
![খোসা সুদ্ধ শস্যদানায় ম্য়াগনেশিয়াম ও একাধিক খনিজের জোগান থাকে। যা এই সমস্যায় অত্যন্ত উপকারী। একই সঙ্গে জিরে, রসুন, তেতুঁল, লেবু, তুলসিও উদ্বেগ দূর করতে ভীষণ কার্যকরী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/17/43a03038f3252ab6d07ab2cf6e9d424f00e67.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
খোসা সুদ্ধ শস্যদানায় ম্য়াগনেশিয়াম ও একাধিক খনিজের জোগান থাকে। যা এই সমস্যায় অত্যন্ত উপকারী। একই সঙ্গে জিরে, রসুন, তেতুঁল, লেবু, তুলসিও উদ্বেগ দূর করতে ভীষণ কার্যকরী।
7/9
![একাধিক তথ্য বলছে সামুদ্রিক মাছ, বিশেষ করে স্যালমন Anxiety-থেকে মুক্তি মিলতে কার্যকরী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/17/2834ab7d3f8188f25dcaca8329c86158b928b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একাধিক তথ্য বলছে সামুদ্রিক মাছ, বিশেষ করে স্যালমন Anxiety-থেকে মুক্তি মিলতে কার্যকরী।
8/9
![ডার্ক চকোলেটে ফ্যাভোনল (Flavonol) নামের একটি যৌগ থাকে। এটি একটি উদ্ভিদ যৌগ যা অ্যান্টি অক্সিড্যান্টের মতো কাজ করে থাকে। এটিও উদ্বেগ বা anxiety-র সমস্যা কমাতে কাজ করে থাকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/17/985086d4e75cd5bcbd9bd8776f33481d1c6a0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ডার্ক চকোলেটে ফ্যাভোনল (Flavonol) নামের একটি যৌগ থাকে। এটি একটি উদ্ভিদ যৌগ যা অ্যান্টি অক্সিড্যান্টের মতো কাজ করে থাকে। এটিও উদ্বেগ বা anxiety-র সমস্যা কমাতে কাজ করে থাকে।
9/9
![ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/17/2cb1a0b96f21fe4e59dceedf01d03a294ece7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 17 Apr 2022 10:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)