এক্সপ্লোর
Turmeric Benefits: গুনে শেষ করা যাবে না হলুদের গুণ, হেঁশেল থেকে সাজঘর, আনাগোনা সর্বত্র
Health Tips: রূপচর্চা থেকে স্বাস্থ্য়চর্চা, হলুদ প্রয়োজন সব ক্ষেত্রেই। এর বাইরেও হলুদের উপকারিতা গুনে শেষ করা যাবে না।
ছবি: পিক্সাবে।
1/10

রান্নাঘরে যেমন হলুদ ছাড়া চলে না, রূপচর্চাতেও হলুদ অবশ্য প্রয়োজন। এর ঔষধি গুণ বিশ্বের সর্বত্রই সমাদৃত। তাই রান্নায় ব্যবহারের পাশাপাশি বাড়তি কাজেও লাগে হলুদ।
2/10

হলুদে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিড্যান্ট থাকে। আবার প্রদাহজনক জ্বালা কমানোর উপাদানেও সমৃদ্ধ। এই সবকিছুই সম্ভব হয় হলুদের মূল উপাদান কারকিউমিনের দৌলতে।
Published at : 27 Apr 2023 12:26 PM (IST)
আরও দেখুন






















