এক্সপ্লোর
Dark Circles: সারাবছর চোখের তলায় কালি, কেন দেখা দেয় এই সমস্যা?
Dark Circle Problem: অনেকের ক্ষেত্রেই দেখা যায় চোখের চারপাশে, বিশেষ করে নীচের অংশে সারাবছর কালচে ছোপ রয়েছে। চোখের তলার এই কালি একাধিক কারণে হতে পারে। সেগুলি কী কী? জেনে নিন বিশদে।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

চোখের তলায় কালি বা ডার্ক সার্কেলের অন্যতম কারণ হল কম ঘুম। রাতে পর্যাপ্ত ঘুম না হলে, চোখের তলায় কালচে ছোপ পড়তে বাধ্য। রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো জরুরি।
2/10

লিভারের সমস্যা থাকলে, পেটের সমস্যা থাকলেও অনেকসময় চোখের তলায় কালি থাকে। অতএব যাঁদের সবসময় চোখের তলায় কালচে ছোপ থাকে, তাঁরা অবহেলা না করে একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।
Published at : 21 Apr 2025 06:52 PM (IST)
আরও দেখুন





















